Also read in

পুলিশ কনস্টেবলের গাড়ীর ধাক্কায় মৃত মহিলা, আহত নাতনি, উত্তেজনা কাটিগড়ায়

পুলিশ কনস্টেবলের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মারা গেলেন বছর পঞ্চাশ বর্ষীয়া স্মৃতি মালাকার, আহত তার নাতনি । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাটিগড়ার সিদ্ধেশ্বরে আজ সকাল ৮টায়।

জানা গেছে, ঐ এলাকার বাসিন্দা বাদল চন্দ্র মালাকারের স্ত্রী স্মৃতি মালাকার (৫০) তার নাতনী প্রেয়সীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠার সাথে সাথেই কাটিগড়া থানার জনৈক ব্যাটেলিয়ন কনস্টেবল নান্টু নাথ তার ব্যাক্তিগত ওয়াগনার( নং AH 01 AQ 0576) গাড়ি নিয়ে প্রচন্ড জোরে ধাক্কা মারে ওই মহিলা সহ শিশুটিকে।

এলাকাবাসীরা জানিয়েছেন, ওইসময় নান্টু নাথ ও আরেকজন ব্যাটেলিয়ন কনস্টেবল ৬ নম্বর জাতীয় সড়কের হিলাড়া থেকে ফিরছিলেন। সঙ্গে সঙ্গেই স্মৃতি মালা কার সহ শিশুটিকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হলেও ১১টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্মৃতি । ১৮ মাসের শিশুটির অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

এই খবরে কাটিগড়ায় সমগ্র কাটিগড়া এলাকা এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠে; জনতা সিদ্ধেশ্বরে সড়ক অবরোধ করেন। কাটিগড়া থানা থেকে ওসি নয়নমনি সিনহা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও অবরোধ উঠানো যায় নি। প্রায় ৫ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পরে, কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, গ্রুপ মেম্বার বাপ্পি দে সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক নবেন্দু শেখর নাথ, মৃদুল মালাকার, প্রদীপ পাল প্রমুখের মধ্যস্থতায় সার্কেল অফিসার জিতেন টাইড এসে মহিলার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

Comments are closed.