লাড্ডু বিলিয়ে হাইলাকান্দিতে প্রচারাভিযান শুরু কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের
এক উৎসব মুখর পরিবেশে সোমবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলীয় কর্মকর্তা, কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি, লাড্ডু বিলিয়ে ভোটের প্রচারাভিযান শুরু করলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস।
এদিন কংগ্রেস ভবনে স্বরূপ দাস হাজির হলে দলীয় কর্মীরা তাকে পুস্প স্তবক, মালা দিয়ে স্বাগত জানান। এরপর জেলাকংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় কংগ্রেসের নেতা কর্মীরা স্বরূপ দাসকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেন। সভায় জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, হাইকমাণ্ড হাইলাকান্দি জেলা থেকে দলীয় প্রার্থী মনোনীত করেছেন । তাই কংগ্রেস কর্মীদের কর্তব্য হবে এই জেলা থেকে স্বরূপ দাসকে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করা।
সভায় প্রদেশ কংগ্রেস সদস্য আনাম উদ্দিন লস্কর কংগ্রেসের সব শাখার কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটে লড়ে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য আহবান জানান। এদিনের সভায় অন্যদের মধ্যে প্রদেশ কংগ্রেস সদস্য হিলাল উদ্দিন লস্কর, প্রাক্তন জেলাকংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্ত, জেলা কংগ্রেসের কার্যকরি সভাপতি দক্ষিণা রঞ্জন চন্দ, সম্পাদক সামস উদ্দিন বড়লস্কর, সহসভাপতি সামসুল ইসলাম বড়লস্কর এবং মহিলা কংগ্রেসের জেলা সভাপতি মাধবী শর্মা সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বৈঠকে স্বরূপ দাস তাঁর ভাষনে কংগ্রেস দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাকে বিপুলভাবে স্বাগত জানানোয় তিনি আপ্লুত বলে জানান। । কংগ্রেসের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে স্বরূপ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি সাংসদ হয়ে প্রথমেই পাঁচগ্রামের বন্ধ হয়ে থাকা কাগজকল খোলার জন্য সংসদে সোচ্চার হবেন । সেইসঙ্গে হাইলাকান্দি এবং করিমগঞ্জের অন্যান্য জ্বলন্ত সমস্যার সমাধানের জন্যও তিনি চেষ্টা চালাবেন বলে জানান।
Comments are closed.