Also read in

নির্বাচন ২০১৯ : ব্যবস্থাপনায় সক্রিয় উপায়ুক্ত লয়া মাদ্দুরি, কীর্তি জল্লিরা

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দেশের অন্যান্য অংশের ন্যায় কাছাড় জেলাতেও শারীরিকভাবে অক্ষম ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উদ্দেশ্যে রাজ্য নির্বাচন আয়োগ কাছাড় জেলাতেও গুয়াহাটির শিশু সারথি স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে সচেতনতা কার্যসূচির আয়োজন করে। জেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে কাছাড়,করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সেক্টর অফিসার,বি.এল.ও সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে কর্মসূচিটি আজ শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়।

কাছাড়ের নির্বাচন আধিকারিক তথা জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি এই সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সকল বি.এল.ও গণ প্রথমে নিজ নিজ এলাকার শারীরিক প্রতিবন্ধী ভোটারদের সংখ্যা,প্রতিবন্ধীর প্রকারভেদ ইত্যাদি যাবতীয় তথ্য সংগ্রহ করে সেক্টর অফিসারদের সাহায্য নিয়ে সুষ্ঠুভাবে ভোটদান করানোর জন্য ব্যবস্থা করবেন। তাছাড়া প্রয়োজনীয় যাবতীয় ব্যাবস্থাদি যেমন হুইলচেয়ার,তাদের বসার উপযুক্ত স্থান এবং তাদেরকে সাধারণ ভোটারদের লাইন থেকে সরিয়ে পৃথকভাবে অগ্রাধিকার দেয়ার জন্যে নির্বাচন আয়োগের নির্দেশ রয়েছে বলে তিনি জানান। পরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্বাশতী শইকিয়া বক্তব্য রাখেন। রিসোর্স পার্সন শইকিয়া তিন জেলার সেক্টর অফিসার,বি.এল.ও এবং সংশ্লিষ্টদেরকে শারীরিকভাবে অক্ষম ভোটাররা ভোট দেওয়া থেকে যাতে বাদ না পড়েন সে বিষয়ে বুঝিয়ে বলেন।

শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন অতিরিক্ত উপায়ুক্ত এ.আর মজুমদার এবং পরে নির্বাচন আধিকারিক সুদীপ নাথ বক্তব্য রাখেন।

এদিকে, হাইলাকান্দি জেলার দুর্গম পাহাড়ি এলাকার ভোটগ্রহণ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে পোলিং স্টেশনের নিরাপত্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নিতে শুরু করলেন হাইলাকান্দির জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি।

বৃহস্পতিবার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির নেতৃত্বে সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা দক্ষিন হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চলের একাধিক ভোটগ্রহণ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় নাগরিক তথা ভোটার জনসাধারণের সাথে মিলিত হয়ে অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে তাদের সহযোগিতা কামনা করেন। এদিন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত বেতছড়া, শ্যামপুর, অলইছড়া, লম্বাটিলা ইত্যাদি এলাকার ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি ওই সব এলাকার রিয়াং, রাংখল, ইত্যাদি জনগোষ্ঠীর লোকদের সাথেও মতবিনিময় করে আগামী আঠারো এপ্রিল নির্বিঘ্নে ভোট দানের আহবান জানান। জেলা উপায়ুক্ত কীর্তি, আরক্ষী অধিক্ষক এম মিশ্র এদিন প্রত্যন্ত অঞ্চলের অসুরক্ষিত ভোটগ্রহণ কেন্দ্রে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দিয়ে ভোটদানের হার বৃদ্ধির জন্য প্রত্যেক ভোটারকে ভোটদানে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। বিগত বিধানসভা নির্বাচনে যে সব কেন্দ্রে ভোট দানের হার কম ছিল সেই সব কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে ভোট দানের হার বৃদ্ধি করতে তিনি জনসাধারনের প্রতি আবেদন রাখেন। তাছাড়া, প্রতিটি ভোট গ্রহণকেন্দ্রে পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচালয় ইত্যাদির ব্যাবস্থা করতে এদিন তিনি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন। প্রবীন নাগরিক, শারীরিক ভাবে অক্ষম, বিকলাঙ্গ ভোটারদের জন্য ভোট গ্রহণ কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চক্র আধিকারিকদেরকে নির্দেশ দেন উপায়ুক্ত।

Comments are closed.