Also read in

১৪৪ ধারা: শান্তি শৃঙ্খলা রক্ষায় গণনা কেন্দ্রের আশেপাশে জমায়েত নিষিদ্ধ, থাকছে আরও বিধিনিষেধ

দেশের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায় আগামী ২৩ মে সাধারণ নির্বাচনের শিলচর লোকসভা আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে l

এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট লায়া মাদ্দুরি ভোট গণনার প্রক্রিয়ার কাজের সময় কিছু দুষ্কৃতী কর্তৃক নির্বাচন সংক্রান্ত অপরাধ সহ ভোট গণনায় বিঘ্ন প্রদান ইত্যাদির মত অপকর্ম এবং ভোট গণনার আগে ও পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে অবাঞ্ছিত ঘটনা তথা বিভিন্ন রাজনৈতিক দল ইত্যাদির মধ্যে সংঘাত এড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন l

এক নিষেধাজ্ঞা জারি করে জানানো হয়েছে যে ঝাঁপিরবন্ধ নেট্রিপে ভোট গণনার স্থল থেকে ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি সমাগম করা যাবে না l এছাড়া কোন ব্যক্তি বা দল অস্ত্র হিসেবে ব্যবহার যোগ্য দা, লাঠি ইত্যাদি নিয়ে যেতে পারবেন না l কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে অনুমতি ছাড়া শোভাযাত্রা করতে দেওয়া হবে না l ভোটে বিজয়ী প্রার্থীকে নিয়ে শোভাযাত্রা করতে হলে জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনের যথাযথ অনুমতি নিতে হবে এবং শোভাযাত্রার রাস্তা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবেন l এ ছাড়া কেউ মাইক্রোফোন, লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না l যেহেতু এই লাউড স্পিকার শান্তি বিঘ্নিত ও শব্দ প্রদুষণ সৃষ্টি করে তাই মাইক্রোফোন ও লাউড স্পিকার ব্যবহার করতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের যথাযথ অনুমতি নিতে হবে বলে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন l

এদিকে, কাছাড়ের লোকসভা নির্বাচনের ট্রেনিং সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২১ মে শিলচরের সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল ১১ টায় ভোট গণনার জন্য যে সব মাইক্রো অবজারভার ও অতিরিক্ত মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবার কথা ছিল সেই প্রশিক্ষণ আগামী ২২ মে সকাল ১১ টায় শিলচরের সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে l কাজেই সংশ্লিষ্ট সকলকে ২১মে’র পরিবর্তে ২২ মে উক্ত নির্ধারিত সময় ও স্থানে এই প্রশিক্ষণে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে l

Comments are closed.

error: Content is protected !!