Also read in

আসন্ন নির্বাচন উপলক্ষে কাছাড় জেলায় ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য এই নিষেধাজ্ঞা জারি হল।

এই নিষেধাজ্ঞা অনুযায়ী বৃদ্ধা মহিলা এবং ১২ বছরের নিচের শিশু ছাড়া দ্বিচক্রযানে দুজনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কেউ কোন ধরনের বাজি-পটকা, আতশবাজি বহন অথবা ব্যবহার করতে পারবেন না। এমন কি খেলনা বন্দুকও কেউ সাথে নিয়ে চলাচল করতে পারবেন না।

লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দল, প্রার্থী ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে তাদের কার্যালয় স্থাপন করতে পারবেন না। ২০০ মিটার এলাকার বাইরে কার্যালয় স্থাপন ক‍রতেও অগ্রিম অনুমতি নিতে হবে । ভোটগ্রহণ কেন্দ্রের এলাকায় কোন ধরনের ব্যানার, পোস্টার, প্রতীক চিহ্ন ইত্যাদি লাগানো চলবে না। ভোট প্রদানের পর ভোটারদের ভোটকেন্দ্রে থাকা চলবে না। ভোটারদের প্রভাবিত করতে শাড়ি, কম্বল, ধুতি, খাদ্য সামগ্রী ইত্যাদি দেওয়া চলবে না।

ভোটের আগের দিন চা বাগানের সঙ্গে যুক্ত নয় এমন ধরনের কেউ চা বাগান এলাকায় প্রবেশ করতে পারবেন না। তবে ভোটের কাজে এবং প্রশাসনিক কাজে নিযুক্ত ব্যক্তি, আধিকারিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না।

তাছাড়া গাড়িতে শুধু স্বচ্ছ কাঁচ ব্যবহার করতে হবে, গাড়িতে অস্বচ্ছ কাঁচ লাগানো থাকলে তা খুলে ফেলতে হবে।

ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী এই বিধি নিষেধ গুলো তাৎক্ষণিকভাবে কার্যকর ঘোষণা করলেন কাছাড় জেলা মেজিস্ট্রেট‌।

Comments are closed.