ভোটের মুখে সার্ভাইল্যান্স টিমের জোর অভিযান, উদ্ধার গাঁজা- নগদ টাকা
লোকসভা নির্বাচন উপলক্ষে হাইলাকান্দি জেলায় প্রশাসনের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ফ্লায়িং স্কোয়াড ও পুলিশ যৌথভাবে যানবাহনের উপর বিশেষ নজরদারি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার উত্তর হাইলাকান্দির পাঁচগ্রাম থানাধীন বাঘমারায় যানবাহনে তল্লাশি চালিয়ে নগদ এক লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।৷
অন্যদিকে এদিন কাটলিছড়ার বাংলাথল এলাকায় একটি অটো থেকে নগদ ৭৯ হাজার টাকা সহ দেড়শ গ্রাম গাঁঞ্জা বাজেয়াপ্ত করল এম সি সি সেলের স্টেটিক সার্ভিলেন্স টিম। মঙ্গলবার কাটলিছড়ার গ্রান্টের বাংলাথল এলাকায় জাতীয় সড়কে চেকিং এর সময় একটি যাত্রীবাহী অটো থেকে ওই নগদ অর্থ সহ গাঁঞ্জা উদ্ধার করা হয়।।
জানা গেছে, এদিন বাংলাথল এলাকায় স্টেটিক সার্ভিলেন্স টিমের চেকিং চলছিল। তখন মনিপুর থেকে কাটলিছড়াগামী এ এস ১০-৫৯১৭ নম্বরের একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে একশো পঞ্চাশ গ্রাম গাঁজা সহ নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মনিপুর বাজারের জনৈক সুজিত রবিদাসের কাছ থেকে ওই গাঁজা সহ নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ কাটলিছড়া থানায় ১১৪/ ১৯ নম্বরে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলা প্রশাসনের এম সি সি সেলের অধীন ফ্লায়িং স্কোয়াড ও পুলিশ বাহিনী প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহনের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে। যার ফলে প্রতিদিন নগদ অর্থ বাজেয়াপ্ত করা হচ্ছে। জেলায় একুশটি এফ এস টি টিম কাজ করে যাচ্ছে। গত ত্রিশ মার্চ ৫০.৫০০ টাকা,একত্রিশ মার্চ রবিবার ২.৬৮.৪৮০ টাকা এবং মঙ্গলবার ৭৯ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।। গত সোমবার ১.২১.৬৯০ টাকা মূল্যের অবৈধ মদ আবগারি বিভাগ বাজেয়াপ্ত করে।
Comments are closed.