
কর্মরত অবস্থায় খুঁটি থেকে পড়ে মৃত্যু বিদ্যুৎ বিভাগের কর্মী নারায়ন মালাকারের
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ বিভাগের কর্মী নারায়ন চন্দ্র মালাকারের জীবনাবসান ঘটে। রবিবার দুপুর আড়াইটার সময় ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়। নারায়ন চন্দ্র মালাকারের মৃত্যুকালে স্ত্রী এবং ছোট ছোট দুই ছেলে ও মেয়ে রয়েছে বলে জানা যায়।
খবরে প্রকাশ, নারায়ন মালাকার আশ্রম রোডে বিদ্যুতের খুঁটির উপর যখন কাজ করছিলেন তখন হঠাৎ করেই তিনি খুঁটি থেকে মাটিতে পড়ে যান। এত উঁচু থেকে পড়ে যাওয়ায় গুরুতর আহত হন মালাকার। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজন জড়ো হন। আহত মালাকারকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর বলে অবস্থা আশঙ্কাজনক ব্যাখ্যা করে চিকিৎসকরা গৌহাটি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু গৌহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গৌহাটি যাওয়ার পথে মৃত্যুর করালগ্রাস ছিনিয়ে নেয় নারায়ন মালাকারকে। সোমবার নারায়ন মালাকারের মৃতদেহের ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে নারায়ন মালাকারের কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় এবং তিনি পরিবারের রোজগারের একমাত্র সূত্র ছিলেন বলে তার সহকর্মীরা তার স্ত্রীর চাকরির দাবি জানিয়েছেন। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে স্ত্রীর চাকরির দাবি জানিয়ে আবেদন করেন, যাতে করে নারায়ন মালাকারের স্ত্রী এবং পুত্র কন্যার প্রতি সুবিচার করা হয়।
Comments are closed.