খুব শিগগিরই বিদ্যুৎ আরও দামী হচ্ছে, বিধানসভায় পাশ হলো বিল
খুব শিগগিরই বিদ্যুতের মাশুল বাড়তে চলেছে। আজ বিধানসভায় অর্থমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার পেশ করা দ্য আসাম ইলেকট্রিসিটি ডিউটি সংশোধনী বিল, ২০১৮ বিরোধী-শূন্য সভায় পাশ হয়ে যায়। এর ফলে ৫ শতাংশ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিশ্চিত হয়ে গেল।
অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা বিলটি বিধানসভায় পেশ করে বলেন, বিদ্যুৎ বিভাগকে শক্তিশালী করার জন্য এই বিল পেশ করা হয়নি। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন তহবিল শক্তিশালী করার জন্যই এই বিলটি আনা হয়েছে।
কংগ্রেস দলের পক্ষে শেরমান আলি চৌধুরী বিলটির ওপর এক সংশোধনী প্রস্তাব আনেন। রকিবুল হোসেন এবং ওয়াজেদ আলি চৌধুরী বিলটিকে সমর্থন করেন।
ডঃ শর্মা বিরোধীদের সংশোধনের প্রস্তাব প্রত্যাহার করতে আবেদন জানিয়ে বলেন, বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের জন্য যে ট্রাস্ট গঠন করা হয়েছিল, সেই ট্রাস্টের চার হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য বিদ্যুৎ মাসুল সংশোধনের প্রস্তাব আনা হয়েছে।
বিরোধীরা এই আবেদনে কর্ণপাত না করে বিলের বিরোধিতায় সভা কক্ষ ত্যাগ করেন। এরপর বিলটি সভায় বিনা বাধায় গৃহীত হয়। তাই বিদ্যুতের মাশুল বৃদ্ধি এখন শুধু রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। এই মাসুল বৃদ্ধির ফলে সমগ্র রাজ্যে প্রায় ৩ কোটি ২৯ লাখ গ্রাহক প্রভাবিত হবেন।
Comments are closed.