চিঠির থলেতে মদ পাচার, শিলচরে ডাক বিভাগের তিন কর্মী গ্রেপ্তার
বিভাগীয় গাড়িতে কেন্দ্রীয় সরকারের কর্মীদের দ্বারা মদ পাচারের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইজল পাচারের জন্য ডাক বিভাগের গাড়িতে চিঠির থলেতে লুকিয়ে রাখা হয়েছিল ২৪ বোতল মদ এবং ১০ বোতল বিয়ার । কিন্তু, গোপন খবরের ভিত্তিতে এক্সাইজ ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত ধরে ফেলল এই গোপন পাচারের অভিসন্ধি।
ধরা পড়লেন ডাক বিভাগের তিন কর্মী লালরেমাসানা রালতে, লালসেং রোয়াতে এবং লালপুই মুইয়া। আবগারি বিভাগের সদর সার্কেলের কর্মী ও আধিকারিকরা সোমবার রাত সাতটা নাগাদ তারাপুর রেলস্টেশন চত্বরে আরএমএস অফিসের সামনে রাখা ডাক বিভাগের গাড়িতে তল্লাশি চালিয়ে এই বেআইনী পাচার ধরে ফেলেন। বিভাগীয় কাজকর্মের জন্য আইজল থেকে ডাক বিভাগের এই গাড়িটি এসেছিল। মঙ্গলবার এদের তিনজনকেই আদালতে পেশ করা হলে আদালত তাদেরকে় হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
এই প্রসঙ্গে আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বরাক বুলেটিনকে জানান, “সরকার এই ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। ওদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে, আমরা ডাক বিভাগের মুখ্য কার্যালয়ে বিষয়টি অবগত করিয়েছি।”
উল্লেখ্য, মিজোরামে মদ বিক্রয় এবং মদ্যপান নিষিদ্ধ, তাই ডাক কর্মীদের এই বেপরোয়া প্রয়াস।
Comments are closed.