Also read in

রেল দল থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অসম ক্রিকেট সংস্থা, খেলোয়াড়দের স্বার্থেই এমন সিদ্ধান্ত : দেবজিত শইকীয়া

এ বছরের শুরুতে জে কে বরুয়া আন্তজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ইচ্ছাকৃতভাবে আন্ডার পারফর্ম করায় এন এফ রেল দলকে সাসপেন্ড করেছিল এ সি এ। যোরহাটের বিরুদ্ধে ম্যাচে অসম ক্রিকেট কে কলঙ্কিত করেছিল রেল। শিলচর জেলা ক্রীড়া সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক তদন্ত কমিটি গঠন করে তার রিপোর্টের পর এমন সিদ্ধান্ত নিয়েছিল এ সি এ।

আন্ডারপারফর্ম করায় রেল দলকে তিন বছরের জন্য সাসপেন্ড করেছিল অসম ক্রিকেট সংস্থা। সেই সঙ্গে দলের কোচ কাম ম্যানেজার সত্যব্রত চক্রবর্তীকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। রেল দলের অধিনায়ক রনিত আখতার যিনি আবার রাজ্য দলের অধিনায়ক ও ছিলেন, তাকেও তিন বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তবে সম্প্রতি আসন্ন জে কে বড়ুয়ার সূচি প্রকাশ করে অসম ক্রিকেট সংস্থা। এই সূচিতে উল্লেখ রয়েছে রেল দলের। এছাড়া বিনু মাকড় ট্রফির রাজ্য দলের ট্রায়াল কাম সিলেকশন ক্যাম্পে ডেকে নেওয়া হয় নির্বাসিত রণিত আখতার কে। এনিয়ে এসিএ সচিব দেবজিত শইকিয়াকে প্রশ্ন করলে তিনি সাফ করে দেন, রেল দলের খেলোয়াড়দের ভবিষ্যতের কথা বিচার করে এই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।

অসম ক্রিকেট সংস্থার সচিব দেবজিত শইকীয়া বরাক বুলেটিনের প্রশ্নের জবাবে জানান, কদিন আগে সাসপেনশনের সিদ্ধান্ত পুন:বিবেচনা করার জন্য অসম ক্রিকেট সংস্থার কাছে আর্জি জানিয়েছিল রেল। এক চিঠিতে তারা অনুরোধ করেছিল খেলোয়াড়দের স্বার্থের কথা ভেবে সংস্থা যেন দল এবং খেলোয়াড়দের থেকে নির্বাসন তুলে নেয়। এ সি এ সচিব দেবজিত শইকীয়া বলেন, ‘অসম ক্রিকেট সংস্থা রেল দলের উপর থেকে সাসপেনশন তুলে নিয়েছে। খেলোয়ারদের স্বার্থের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কদিন আগেই রেল আমাদের লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা চেয়ে সিদ্ধান্ত পুন:বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে আমরা খেলোয়াড়দের ভবিষ্যতের কথা বিচার করে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই। ‌ সে অনুযায়ী এখন থেকে রেল দল এবং সেই দলের অধিনায়ক রনিত আখতার থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এখন রেল দল ও রনিত সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবে।’

দেবজিত বাবু এটাও সব জানিয়ে দেন, রেল দল ও রনিতের উপর থেকে সাসপেনশন তুলে নিলেও সেই কলঙ্কিত অধ্যায়ের মূল কান্ডারী রেল দলের কোচ কাম ম্যানেজার সত্যব্রত চক্রবর্তীর শাস্তি এখনো বহাল রেখেছে সংস্থা। তিনি বলেন, ‘দেখুন, আমরা খেলোয়ারদের স্বার্থের কথা বিচার করে রেল দলের উপর থেকে সাসপেনশন তুলে নিয়েছি। ‌ তবে সেই ঘটনার মূল কান্ডারী কোচ কাম ম্যানেজারের শাস্তি কিন্তু এখনো বহাল। সে এখনো সাসপেনশনেই রয়েছে।’

Comments are closed.