Also read in

গৌতম বহিষ্কারের প্রতিবাদে কংগ্রেস ভবনে তালা দিলেন অনুরাগীরা, হাতুড়ি দিয়ে তালা ভাঙলেন রিপুনপন্থীরা

কংগ্রেস থেকে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের বহিষ্কার ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে জেলা সদর হাইলাকান্দি। গৌতম রায়পন্থীরা মিছিল করে জেলা কংগ্রেস ভবনে তালা ঝুলানোর ঘন্টার মধ্যেই হাতুড়ি দিয়ে পাল্টা
তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করেন এপিসিসি সভাপতি রিপুন বরা পন্থীরা । আর দফায় দফায় দুই গোষ্ঠীর আন্দোলন আর পাল্টা আন্দোলনে রীতিমতো সরগরম হয়ে ওঠে জেলা কংগ্রেস ভবন লাগোয়া গোটা এলাকা।

এদিন সকালে গৌতম রায়পন্থী কংগ্রেসিরা গৌতম রায়কে দল থেকে বহিস্কারের এপিসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেস ভবনে তালা ঝুলানোর পাশাপাশি মিছিল, সভা করে প্রতিবাদে সোচ্চার হন।। এদিন জেলার লালা, কাটলিছড়া, আলগাপুর, মনিপুর, হাইলাকান্দি ব্লক কংগ্রেসের গৌতম রায় সমর্থক কংগ্রেসীরা মিছিল করে জেলা সদরে পৌঁছান।। কয়েক শো কংগ্রেসীরা গৌতম রায় জিন্দাবাদ, রিপুন বরা মুর্দাবাদ, তরুন গগৈ মুর্দাবাদ, হরিশ রাওয়াত মুর্দাবাদ ইত্যাদি ধ্বনি দিয়ে মিছিল করে এসে কংগ্রেস ভবনে তালা ঝুলিয়ে দেন। তাছাড়া গৌতম পন্থীরা কংগ্রেস ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে এপিসিসি সভাপতি সহ তিন কংগ্রেস নেতার কুশপুতুল দাহ করেন। তারা হুংকার দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গৌতম রায়কে দলে ফিরিয়ে নেওয়া না হলে রাজীব ভবনকে গৌতম ভবন করা হবে। তারা বলেন, তাদের গৌতম রায় চাই, রিপুন বরা নয়।। একসপ্তাহের ভেতর গৌতম রায়ের সাসপেন্ড অর্ডার প্রত্যাহার না করা হলে তারা গণহারে দলত্যাগ করবেন।

এদিকে এ ঘটনার পর রিপুন বরাপন্থী কংগ্রেসীরা কংগ্রেস ভবনে ছুটে আসেন এবং হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করেন। প্রদেশ কংগ্রেস সদস্য আনাম উদ্দিন লস্কর, সামস উদ্দিন বড়লস্করের নেতৃত্বে রিপুন পন্থীরা,গৌতম পন্থীদের লাগানো তালা হাতুড়ি দিয়ে ভাঙ্গেন।। এরপর জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের সভাপতিত্বে আয়োজিত এক সভায় কংগ্রেস ভবনে তালা ঝুলানোর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।। দুস্কৃতিরা কংগ্রেস ভবনে তালা ঝুলিয়েছে বলে মন্তব্য করে তারা বলেন, ওদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

এক সময়ের বরাকের রাজা বলে বলে পরিচিত প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তপ্ত হয়ে ওঠেছে কংগ্রেস রাজনীতি।

Comments are closed.