![](https://barakbulletin.com/wp-content/uploads/2021/12/IMG-20211228-WA0020-750x430.jpg)
ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানোর খেসারত: আসাম পুলিশের ভুয়ো সাব-ইন্সপেক্টর গ্রেফতার কাটিগড়ায়
সামিদ হোসেন বড়ভূইয়া বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে। একজন সাব-ইন্সপেক্টরের ইউনিফর্ম পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে এই বিপাকে পড়ে সে।
কাটিগড়া থানার অন্তর্গত গুমড়া এলাকার বাসিন্দা সামিদ হোসেন বড়ভূইয়া দশম শ্রেণীও পাশ করতে পারেনি। একটা বাংলা দৈনিক বার্তালিপিতে এই প্রসঙ্গে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে প্রশ্ন করা হয়েছিল যে, সে কমপক্ষে তিনবার দশম শ্রেণীর পরীক্ষায় অনুত্তীর্ণ হয় , তারপর সে কীভাবে আসাম পুলিশের সাব-ইন্সপেক্টর হয়ে গেল।
কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন যে, সামিদ হুসেন বড়ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে। কাটিগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব কুমার সইকিয়ার নেতৃত্বে একটি দল বদরপুরের একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে কাটিগড়া থানায় রাখা হয়েছে এবং আগামীকাল বিচারকের সামনে হাজির করা হবে।
অনেকদিন থেকে পুলিশের ইউনিফর্ম পড়ে নানা জায়গায় বিভিন্ন কাজে লিপ্ত থাকতে দেখা গেছে তাকে। কিছু কিছু জায়গায় সে পয়সার দাবি করেছে। তাছাড়া সামাজিক মাধ্যমেও পুলিশের ইউনিফর্ম পড়ে ফটো দিচ্ছিলো।
সামিদ হুসেন সাব-ইন্সপেক্টরের ইউনিফর্ম পরা একটি ছবি আপলোড করে এবং এটি তাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট ছিল। পুলিশ আরও জানতে পেরেছে যে, পুলিশের পোশাক পরার আগে সামিদ হোসেন বড়ভূইয়া একজন ডাক্তারের পোশাক পরত এবং বাস্তবে বেশ কয়েকটি রোগীর চিকিৎসা করতে ওষুধ লিখেছিল সে।
অভিনব পোশাকে নিজেকে একজন ফ্যান্সি ড্রেসের প্রতিযোগী মনে করতে গিয়ে তাকে এখন জেলের ঘানি টানতে হবে!
Comments are closed.