Also read in

পঞ্চায়েত ভোটে জাল সার্টিফিকেট ! বিধায়ক ভ্রাতার অভিয়োগে হাইলাকান্দিতে পুলিশের জালে জিপি সভাপতি

পঞ্চায়েত নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগে শনিবার হাইলাকান্দি পুলিশ এক জিপি সভাপতি কে থানায় তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।। সংস্কৃত বোর্ডের জাল সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে হাইলাকান্দির লালা ব্লকের মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপির নব নির্বাচিত সভাপতি আবুল হোসেন লস্করকে শনিবার আটক করেছে লালা পুলিশ।। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা মোহাম্মদপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা বক্তার উদ্দিন লস্কর, হাইলাকান্দির মুখ্য ন্যায় দন্ডাধীশের আদালতে জিপি সভাপতি আবুল হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি একটি মামলা (মামলা নং -১৬২/২০১৯) করেছিলেন। ।।। আদালত মামলাটি গ্রহন করে প্রাথমিক তদন্তের জন্য লালা পুলিশকে নির্দেশ

দেয়। আদালতের নির্দেশে তদন্তে নেমে শনিবার লালা পুলিস আবুল হোসেন লস্করকে থানায় তুলে নিয়ে যায়। লালা থানার ওসি মনিরুল ইসলাম জানান, আবুল হোসেনের শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, মামলাকারী বক্তার উদ্দিন লস্কর হচ্ছেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের ভাই।

Comments are closed.