![](https://barakbulletin.com/wp-content/uploads/2021/01/IMG_20210129_194817-750x430.jpg)
ভাগায় জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর
আবারও এক সড়ক দুর্ঘটনা। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। প্রাণ হারান এক কেটিএম বাইক আরোহী। জানা গেছে, কেটিএম বাইক ও কার্গো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আমরুল হোসেন নামের এক যুবক।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার বিকেল আনুমানিক ৪ টায় ভাগা রাজঘাটের আমরুল হোসেন নামের এক যুবক তার কেটিএম বাইক নিয়ে শিলচর- মিজোরাম ৩০৬ নং জাতীয় সড়ক দিয়ে ভাগা বাজার অভিমুখে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি কার্গো গাড়ি দ্রুতবেগে আসছিল। ভাগা বামবিদ্যাপীঠ হাই স্কুলের সামনে বাইক এবং কার্গো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরই ফলে বাইক আরোহী আমরুল হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আমরুল কেটিএম বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল এবং রাস্তায় একটি পণ্য বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা কার্গো গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কার্গো গাড়িটির নম্বর হচ্ছে AS 11 HC 1488 ।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা মৃতদেহটি উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.