Also read in

শিলচর রামনগর বাইপাসে ভয়ংকর পথ দুর্ঘটনা: মৃত্যু তিন যুবকের, আহত এক

শিলচরে আবার ভয়ংকর পথ দুর্ঘটনা সংঘটিত হল গতকাল রাতে। শিলচর শহর সংলগ্ন রামনগর বাইপাসে দুৰ্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল তিন যুবকের।

তিন মৃত যুবকের নাম রোহন চৌধুরী, সুয়েল খান এবং কুনাল কর, গুরুতর আহত হয়েছেন দীপাঞ্জন দত্ত নামের আরেক যুবক ।

রাত প্রায় একটা নাগাদ শিলচর রামনগর বাইপাসের পেচাডহরে এই ভয়ংকর পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়।

প্ৰত্যক্ষদৰ্শীদের‌ দেওয়া তথ্য অনুযায়ী একটি স্কুটি দ্ৰুতগতিতে এক ট্ৰাককে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ভয়ংকর এই দুর্ঘটনার ফলে বাইক এবং ছুটিতে থাকা চারজন আরোহীই ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি আরোহী দুইজন এবং বাইকে থাকা একজন যুবকের। তিন যুবকের ৷ বাইকে থাকা অপর আরোহী দীপাঞ্জন দত্ত গুরুতর আহত হন। ভয়ংকর এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা সংকটাপন্ন অবস্থায় থাকা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ৷

দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় আরক্ষী বাহিনী। মৃতদেহ তিনটি পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী রোহন চৌধুরী এবং সুয়েল খান স্কুটিতে করে যাচ্ছিল; বাইকে ছিল কুনাল কর এবং দীপাঞ্জন দত্ত। মৃত রোহন চৌধুরী এবং সোহেল খানের বাড়ি শিলচর কাঁঠাল রোডে, কুনাল করের বাড়ি শিলচর সুভাষ নগরে ; আহত দীপাঞ্জন দত্তের বাড়ি হচ্ছে হাইলাকান্দি শহরের কলেজ রোডে।

রোহন চৌধুরীর বড় ভাই ক্রন্দনরত অবস্থায় আমাদের সাংবাদিককে জানান, “ওরা হাজি আলি হোটেলে খাবার খেতে গিয়েছিল, ফিরে আসার সময় এই দুর্ঘটনা। কোন একটা দুর্ঘটনা ঘটেছে, এমন খবর পেয়ে আমি ওদেরকে ফোন করার চেষ্টা করি, কিন্তু ফোন উঠায়নি। শেষে ঘটনা ছেলে পৌছে এই দৃশ্য দেখতে পাই।”

Comments are closed.