
ফি মকুবের দাবিতে শেষমেষ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই দিসপুরের লাস্ট গেটে ধর্না ছাত্র-ছাত্রীদের
সারা রাজ্যের ছাত্রছাত্রীরা ফি মকুবের দাবিতে আজ দিসপুর লাস্ট গেটে ধর্নায় বসলেন। ফি মুকুব দাবি সংগ্রাম কমিটির ডাকে এই ধর্নার আয়োজন করা হয়। বরাক এবং ব্রহ্মপুত্র উভয় উপত্যকার ছাত্র ছাত্রীরা ধর্নায় অংশগ্রহণ করেন। তাদের দাবি হচ্ছে,আগের মত বিনামূল্যে ভর্তির আদেশ আবার চালু করতে হবে।
ফি মুকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটির এই আন্দোলনে শামিল হন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও। তিনি ধর্নায় বক্তব্যও রাখেন। সংগ্রাম কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের নিন্দা করা হয়। তাদের অভিযোগ, এটা পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে করে গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনা থেকে বিরত রাখা যায়।
এখানে উল্লেখ করা যেতে পারে, ফি মকুব ছাত্র সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে এ ব্যাপারে আন্দোলন চালিয়ে আসছে। কমিটির পক্ষ থেকে বলা হয়, পরীক্ষায় ‘ব্যাক’ থাকা নিয়ে এবং উপস্থিতির সমস্যার কারণে গরিব ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে কলেজে বিনামূল্যে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কমিটির পক্ষ থেকে এও বলা হয়, এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে অনেক গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার স্বপ্ন অধরাই থেকে যাবে। অন্য অর্থে, ওদের পড়াশোনা করে শিক্ষিত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিক্যাল কলেজে যদি ব্রিলিয়ান্ট ছাত্রদের মধ্যে ‘ব্যাক’ ক্লিয়ার করার সুযোগ থাকে, তাহলে গরীব ছাত্র-ছাত্রীদের জন্য সাধারন কলেজে সে সুযোগ কেন থাকবে না? এই অবস্থায় বিনামূল্যে শিক্ষা প্রদানের যে অঙ্গীকার সরকার করেছিল এখন সেটা থেকে ওরা পিছিয়ে যাচ্ছে বলে কমিটি অভিযোগ করে।
Comments are closed.