Also read in

জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত: শহরের তিন জায়গা থেকে গ্রেফতার ৭

গত আইপিএল থেকে কাছাড়ের প্রশাসন বুকি এবং জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। গতকাল কাছাড় পুলিশ শহরের তিনটি স্থানে তীর জুয়ার বিরুদ্ধে অভিযান চালায় ‌। গোপন খবরের ভিত্তিতে তিনটি স্থানে একই সঙ্গে পুলিশি অভিযান চালানো হয়।

“তীর জুয়া খেলার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ সাত জনকে নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী সহ হাতেনাতে পাকড়াও করে” , সংবাদমাধ্যমকে দেওয়া কাছাড় পুলিশের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই ধরপাকড় চালানো হয় শহরের ফাটক বাজার, আশ্রম রোড এবং রংপুর এলাকায়। এই ঘটনায় তিনটি মামলা রুজু করা হয়েছে।

যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল ,

১)শিবু দে, পিতা : স্বর্গীয় গোপাল দে, স্থান : রংপুর

২) ইদ্রিস আলী, পিতা : ফকর উদ্দিন লস্কর, স্থান: বেরেঙ্গা দ্বিতীয় খন্ড

৩) প্রদীপ শর্মা, পিতা : স্বর্গীয় নন্দেশ্বর শর্মা, ঠিকানা : রংপুর চতুর্থ খন্ড

৪) সৌরভ পাল, পিতা : সজল পাল, ঠিকানা স্টিমার ঘাট

৫) মান্না লাল বৈদ্য, পিতা : স্বর্গীয় ফনীন্দ্র বৈদ্য , ঠিকানা: ন্যাশনাল হাইওয়ে

৬) গোপাল চন্দ্র দাস, পিতা : স্বর্গীয় দয়াল হরি দাস, ঠিকানা আশ্রম রোড

৭) মন্টু দাস, পিতা : কালা চন্দ্র দাস, ঠিকানা চেংকুরি রোড

Comments are closed.