Also read in

খসড়া এনআরসি নিয়ে দাবি-আপত্তি শুরু হচ্ছে পঁচিশে, 'পাঁচ নথি' আপাতত অচ্ছুতই রইল

খসড়া এনআরসি নিয়ে দাবি আপত্তি পেশ শুরু হচ্ছে আগামী ২৫শে সেপ্টেম্বর, দুমাস ধরে এই নিয়ে আবেদন জমা করা যাবে। আজ সুপ্রিম কোর্ট এরকমই নির্দেশনামা জারি করেছে।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রহিন্তন ফালি নারিমানকে নিয়ে গঠিত দুই সদস্যের এক বেঞ্চ আজ এই রায় দিয়েছেন। মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলা যে ৫টি নথিকে প্রামাণ্য দলিল হিসেবে বাদ দিতে চেয়েছিলেন, এই ব্যাঞ্চ ও আপাতত এইগুলোকে বাতিলের তালিকায় রেখেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাবি আপত্তি পেশ করতে দশটি নথিই প্রামাণ্য হিসেবে গৃহীত হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে বলা হয়েছে, বাকি পাঁচটি নথি নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আগামী ২৩শে অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

*২৪শে মার্চ,১৯৭১ মধ্যরাত* পর্যন্ত ইস্যু করা যে দশটি নথি সহযোগে আবেদন করা যাবে তা হল,

১) রেজিস্ট্রিকৃত জমির দলিল

২)রাজ্য সরকারের ইস্যু করা বসবাসের স্থায়ী প্রমাণপত্র (পার্মানেন্ট রেসিদেন্স সার্টিফিকেট)

৩) ভারত সরকারের ইস্যু করা পাসপোর্ট

৪) লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার জীবনবীমার দলিল

৫) সরকারিভাবে ইস্যু করা লাইসেন্স বা সার্টিফিকেট

৬) সরকারি বা কোন সরকারি উদ্যোগ সংস্থায় নিযুক্তি পত্র

৭) ব্যাংক বা পোস্ট অফিসের একাউন্টের পাসবুক

৮) জন্মের প্রমাণপত্র

৯) বোর্ড বা ইউনিভার্সিটি প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

১০) কোর্টে দাখিল করা কোন নথি।

এখানে আবার উল্লেখ করা প্রয়োজন, নথিগুলো ২৪মার্চ, ১৯৭১ মধ্য রাতের আগের হতে হবে।

অসমে ১৯৫১ সনে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি সর্বশেষ প্রকাশিত হয়েছিল, এখন এর উন্নতিকরণ চলছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যে পাঁচটি নথি আপাতত বাতিল করে রাখা হয়েছে তার মধ্যে ১৯৫১ সনের সেই নাগরিক পঞ্জীর নথি ও রয়েছে।

Comments are closed.