এবার তানিমের পিতার বিরুদ্ধে পাল্টা এজাহার দাখিল করলেন আজাদ
২০১৮ সালের এপিএসসি পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী মারিয়া তানিমের পিতা অবসরপ্রাপ্ত বিডিও কুতুব উদ্দিন বরভূঁইয়া এবং মা ইসমাতারা বরভূঁইয়ার বিরুদ্ধে গতকাল পাল্টা এফআইআর দাখিল করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানের ভাই আজাদ খান।
এফআইআর-এ আজাদ জানিয়েছেন, মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী ২৭ মে ২০১২ তারিখে উভয় পরিবারের সম্মতিতে তার সাথে মারিয়ার বিবাহ সম্পন্ন হয়েছিল। “৫ বৎসর আমরা সুখে এবং শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করেছি। গুয়াহাটির পাঞ্জাবাড়ির ফ্ল্যাট থেকে অভিযুক্ত দুজন মারিয়াকে কয়েকদিনের মধ্যে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান, কিন্তু আর ফিরিয়ে দেননি”, অভিযোগে জানালেন আজাদ। এজাহারে মারিয়াকে এসিএস অফিসার বানানোয় তার অবদানের কথাও উল্লেখ করেছেন আজাদ। মারিয়ার সাথে জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ অফিসে দেখা করতে গেলে ওর পিতা দেখা করতে দেয়নি এবং সশস্ত্র ভাড়াটে গুন্ডা দিয়ে রাস্তায় আক্রমণ করায় বলে অভিযোগ করেন তিনি।
Comments are closed.