সাংসদ সুস্মিতার নিজের শহর শিলচরেই তার বিরুদ্ধে এফআইআর
সাংসদ সুস্মিতার নিজের শহর শিলচরেই তার বিরুদ্ধে এফআইআর
শেষমশ নিজের শহরেই সাংসদ সুস্মিতার বিরুদ্ধে প্রাথমিক এজাহার জমা পড়ল আজ শিলচর সদর থানায়। শুধু একা সুস্মিতা নন, বিবাদী পক্ষে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাই, বিধায়ক শিলাদিত্য দেব, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, আকসা নেতা প্রদীপ দত্ত রায়, কংগ্রেস নেতা সিদ্দিক আহমেদ, চন্দন সরকার প্রমুখ। বিতর্কিত মন্তব্য করে তিনসুকিয়ার ধলাতে সংঘটিত হত্যাকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে প্রাথমিক এজাহার আজ শিলচর সদর থানায় জমা করেছেন প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের পক্ষে সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর।
এজাহারটির বয়ান মোটামুটি এরকম, ‘বিগত কিছুদিন যাবত বিবাদীগণ বিভিন্ন সংবাদ মাধ্যম তথা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য রেখে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী ও ধর্মাবলম্বী গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া আসিতেছেন। যাহার ফলে গত ১ নভেম্বর, ২০১৮ ইংরেজি তারিখে খেরবাড়ি গ্রাম এবং ধলা-শদিয়া সেতুর নিকটে তিনসুকিয়া জেলায় দুষ্কৃতীদের হাতে পাঁচ নিরীহ লোকজনকে হত্যা করা হয়। উক্ত হত্যায় বিবাদীগণের আইন ও অসংবিধানিক মন্তব্যের ও আসামে বসবাসরত বিভিন্ন মানুষের ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক বক্তব্যের ফলে হত্যা সংঘটিত হইয়াছে এবং বিবাদীগন সম্পূর্ণ ভাবে দায়ী। ১ নং বিবাদী (অর্থাৎ প্রদীপ দত্তরায়) বিগত দিনে বরাক ব্রহ্মপুত্র এলাকার মানুষের মধ্যে উস্কানিমূলক বক্তব্যের ফলে এবং অন্যান্য বিবাদী গণের উস্কানিমূলক বক্তব্যের ফলে উক্ত হত্যালীলা সংঘটিত হইয়াছে। অতএব উক্ত বিষয়ে তদন্তক্রমে বিবাদীর বিরুদ্ধে আইনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে আজ্ঞা হয়’।
সমগ্র রাজ্যজুড়ে এই ধরনের এফআইআর-এর বন্যা চলছে। এতজন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই এজাহারের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া হয় তা এক কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Comments are closed.