Also read in

রাস্তার কুকুর ধরে বিক্রি করার চেষ্টায় থানায় এজাহার

 

রাস্তার কুকুরকে ধরে বস্তায় পুরে বিক্রি করার চেষ্টায় দুই ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বিকেলে শিলচর শহরের জেলরোড অঞ্চলে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল অঞ্চলের লালমনপুই গুর্তে এবং গ্রেস গুর্তে ।

ঘটনার বিবরণে প্রকাশ, ওই দুই ব্যক্তি রাস্তার কুকুরকে মুখ এবং পা বেঁধে বস্তায় পুরে শহরের জেলরোড অঞ্চলে ওরিয়েন্টাল স্কুলের কাছে অস্থায়ী বাজারে বসে ছিল। ওদের হাবভাব দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক ওদের বস্তা খুলতে বলে, কিন্তু ওরা অস্বীকার করে। ইতিমধ্যে আরো লোকজন জড়ো হয়, ব্যাগের ভেতরে একটা কুকুরকে মুখ এবং পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এদের দুজনকে তখন সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক এজাহার দাখিল করা হয়।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, তাদের সাথে তৃতীয় এক ব্যক্তি ছিল যে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমগুলোর দৌলতে চারিদিকে চাউর হতেই হুলুস্থুল সৃষ্টি হয়।

Comments are closed.