মহালয়ার সকালে অম্বিকাপট্টি পূর্বপাড়া পূজা মন্ডপের কাছে বাণিজ্যিক ভবনে আগুন, ত্রাস এলাকা জুড়ে
আজ মহালয়ার সকালে অম্বিকাপট্টি এলাকায় পূর্বপাড়া পূজা মন্ডপের কাছে ফুড এন্ড ফ্লেভারস দোকানের বাণিজ্যিক ভবনে আগুন লাগায় জনমনে ত্রাস সৃষ্টি হয়। ওই বিল্ডিংয়ে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের অফিস সহ আরো অনেকগুলো অফিস ও দোকান ছিল। আগুন লাগার ঘটনা সংঘটিত হয় সকাল নটার একটু পরে। পূর্ব পাড়ার পূজামণ্ডপে মিছিল শেষে তখন মহালয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে
স্থানীয় জনগণের সহযোগিতায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও তিনটি গাড়ি আসে। পৌর কমিশনার তমাল কান্তি বণিক আমাদের জানান, “স্থানীয় জনসাধারণ, মূলত পুজো কমিটির সদস্যরা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে জানালার কাঁচ ভেঙ্গে দাহ্য বস্তু সরিয়ে আনে, নইলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল”।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় জনগণ। তবে, গ্যাস সিলিন্ডার জাতীয় কিছু একটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বড় রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘটায় দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়, না হলে মহালয়ার দিনে আরো বড় ধরনের অঘটন ঘটতে পারত।
উল্লেখ্য, গত বছর এই মহালয়ার দিনেই হাসপাতাল রোডে সুনীল সরকার লেনের কাছে একটি মিষ্টির দোকানের এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল।
Comments are closed.