Also read in

অগ্নিকান্ড: হাইলাকান্দির লতাকান্দিতে অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মিভূত

হাইলাকান্দি,২৭ জুন;

হাইলাকান্দির কাটলিছড়া থানাধীন লতাকান্দি আমতলায় মঙ্গলবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। জানা গেছে, এদিন শেষ রাতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কমরুল হোসেন, ফারুক আহমেদ, সামিম আহমেদ, ও হোসেন আহমেদের ষ্টেশনারি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে। যদিও এর আগেই ওই চারটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।এদিকে দুষ্কৃতীরা দোকানে আগুন লাগিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

অগ্নিকান্ডে ভস্মিভূত দোকানের উল্টোদিকে সড়কের পাশে রয়েছে ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার লতাকান্দি শাখা। যদিও অগ্নিকান্ডে ব্যাংকের কোনো ক্ষয় ক্ষতি হয় নি। দীননাথপুর জিপির প্রাক্তন এপি সদস্য আব্বাস উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে পাশের বাজারের শেড থেকে একটি ঠেলাগাড়ি করে পেট্রোল এনে ওই সব দোকানের বারান্দায় ঢেলে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কাটলিছড়া পুলিশ তদন্তে নেমেছে।

Comments are closed.

error: Content is protected !!