ভরদুপুরে শিলচর শহরের মা মেডিসিন সেন্টারে আগুন, ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
শিলচরের হাইলাকান্দি রোডে সুরানা মোটরসের বিপরীতে অবস্থিত মা মেডিসিন সেন্টার নামে একটি ওষুধের দোকান আজ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুর ১টা নাগাদ বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দোকানের মালিক গোবিন্দ চক্রবর্তীকে ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানানো হলেও তিনি যখন পৌঁছান ততক্ষণে ধোঁয়া আগুনে পরিণত হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে দমকলকর্মী ও দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় ১ ঘণ্টার তীব্র লড়াইয়ের পর অবশেষে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বেশ কিছু দোকান যা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।
তবে মা মেডিসিন সেন্টারের দোকানের স্বত্বাধিকারীর প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানার জন্য বর্তমানে তদন্ত চলছে। স্থানীয়রা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ওষুধের দোকানের মালিক বলেন, “আজ রবিবার হওয়ায় আমার দোকান বন্ধ ছিল। দুপুর ১টার দিকে আমার প্রতিবেশীরা আমার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আমাকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজনসহ বিপুল সংখ্যক লোকজন আগুন নেভায়। আগুন নেভানো গেলেও আমার দোকানের প্রায় ৭০% আগুনে পুড়ে গেছে। প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
Comments are closed.