
কাকভোরে আগুন স্বরূপা এন্টারপ্রাইজে, অল্পেতে রক্ষা পেল জানিগঞ্জ
আজ সাত সকালে শহরের জানিগঞ্জ এলাকায় স্বরূপা এন্টারপ্রাইজ নামের এক কাপড়ের দোকানে আগুন লেগে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ে নি, সেটাই রক্ষা। তিনতলায় প্রচন্ড ধোঁয়া ও আগুন দেখে মর্নিং ওয়াকে যাওয়া পথচারীরাও থমকে দাঁড়ান। সাথে সাথে খবর যায় দমকলে।
খবর পেয়ে দমকলের কয়েকটি ইঞ্জিন ছুটে আসে এবং উঁচু সিঁড়ি লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। তবে , এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এখানে উল্লেখ্য, এই ভবনে এর আগেও একবার আগুন লেগেছিল।
Comments are closed.