Also read in

দুধপাতিলে কারখানায় আগুন, হতাহতের কোন খবর নেই

দুধপতিলে একটি নির্মাণ কোম্পানিতে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে , ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে উধারবন্দ ফায়ার স্টেশন থেকে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাছাড় জেলার দুধপাতিল, কালীনগরের কল্যাণী বস্তিতে অবস্থিত ডিডি কনস্ট্রাকশন অ্যান্ড স্টোন ক্রাশার কারখানায় আজ সকাল ৮-৩০ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। কারখানার শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় স্থাপন করা মেশিনের ত্রুটিপূর্ণ বার্নার থেকে আগুন লেগেছে। শীঘ্রই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কারখানার এক বিরাট অংশ গ্রাস করে। বিটুমেনের মতো দাহ্য পদার্থ থাকায় অন্যান্য নির্মাণ সামগ্রী ও পুড়ে যায়। কারখানার ম্যানেজারের মতে, দমকলকর্মীরা আধঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়।

নির্মাণ কারখানার মালিক দেবজিৎ দেব বরাক বুলেটিনকে জানান, স্টোন ক্রাশার মেশিনের কনভেয়ার বেল্ট পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতি লক্ষাধিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তবে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা না ঘটায় সংশ্লিষ্ট সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Comments are closed.