Also read in

বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই'র 'আন্ডার কনস্ট্রাকশন' বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই’র মালিকানাধীন একটি ‘আন্ডার কনস্ট্রাকশন’ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তথ্য অনুসারে, লক্ষ্মীপুর এলাকার তার ‘আন্ডার কনস্ট্রাকশন’ বাড়িতে শ্রমিকদের জন্য একটা ঘর ছিল। আগুন প্রথমে সেই ঘরে লাগে বলে জানা যায় এবং পরে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।

স্থানীয়রা জানান যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হওয়ার কোনো খবর নেই। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রী সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। অগ্নিনির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন নেভাতে তাদের প্রায় একঘন্টা সময় লাগলেও সেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অন্যান্য আরো সম্পত্তির মধ্যে এটি বিজেপির সভাপতির এমন একটি সম্পত্তি যাকে ঘিরে কৌশিক রায় বিতর্কে জড়িয়ে পড়েন।উল্লেখ্য, কৌশিক রাই কিভাবে এই জমির মালিকানা পেলেন এবং কিভাবে কোটি টাকার ভবন নির্মাণ করতে পেরেছেন, সেইসঙ্গে ভবন নির্মাণের টাকাটা কোথা থেকে আসছে এসব নিয়ে নিজের দলের সদস্যরা প্রশ্ন তুলেছিলেন।এদিকে অগ্নিসংযোগের কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

Comments are closed.