Also read in

এন্টারটেইনমেন্ট প্লাজায় আগুন, কর্মচারীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

সদরঘাটের এন্টারটেনমেন্ট প্লাজায় হঠাৎ করে আগুন লাগার ঘটনায় ওই ভবনটিতে একটা হৈ চৈ পড়ে যায়। ঘটনায় প্রকাশ, বিকেল প্রায় ৪ টা ২০ মিনিটে এলাকার মানুষ প্লাজার গোল্ডেন সিনেমার রান্নাঘর থেকে আগুন বেরিয়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে সিনেমা হলের মালিক সহ কর্মচারিরা নিজেদের তাৎক্ষণিক বুদ্ধি খাটানোয় একটা বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানা যায়। তারা ভবনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন এবং সঙ্গে বালি ছুড়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখানে উল্লেখ করা যেতে পারে, এই ভবনে একাধিক অফিস এবং রেস্টুরেন্ট রয়েছে। কাজেই আগুন নিয়ন্ত্রণে না আসলে মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে এগুলোরও ক্ষতিসাধন হতে পারত। থিয়েটারের মালিক মূলচান্দ বৈদ বলেন, তারা অগ্নি নির্বাপক বাহিনীকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু নম্বরটি ব্যস্ত ছিল। এই অবস্থায় অগ্নিনির্বাপক বাহিনীর অপেক্ষা না করে তারা নিজেরাই আগুন নেভানোর কাজে লেগে পড়েন।

থিয়েটারের বর্তমান কর্মচারিরা, যারা আগুন নিয়ন্ত্রণে আনেন তাদের মতে, গ্যাস সিলিন্ডার সংযুক্ত পাইপে একটি ফুটো থাকায়, এর থেকেই এভাবে আগুন ধরে যায়। রান্না ঘরের ভেতরে থাকা কিছু টেবিল এবং অন্যান্য উপকরণে আগুন ধরে যাওয়ায় এগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

এদিকে স্থানীয় পুলিশ থানায় খবরটি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থিয়েটারের মালিক পুলিশ কর্তৃপক্ষকে এ ব্যাপারে ধন্যবাদ জানিয়ে বলেন, ” অবিলম্বে পুলিশ বাহিনীকে পাঠানোর জন্য এবং আমাদের সাহায্য করার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি।”

বৈদ আরও বলেন, আজকের অগ্নিকাণ্ডে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তাই এন্টারটেনমেন্ট প্লাজার ভেতরে অবস্থিত থিয়েটার,রেস্টুরেন্ট স্বাভাবিকভাবেই চলবে এবং অন্যান্য সুবিধাগুলো ভোগ করতে পারবেন জনগণ।

Comments are closed.