পরিত্যক্ত এম্বুল্যেন্সে আগুন ঘিরে হাইলাকান্দি হাসপাতালে আতংক, রোগীদের দৌঁড়ঝাপ
হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে শনিবার সকালে পরিত্যক্ত একটি এম্বুলেন্স গাড়িতে আচমকা আগুনের ঘটনায় হাসপাতাল ক্যাম্পাসে তীব্র আতংকের সৃস্টি হয়। যদিও দমকল বাহিনী দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয় নি।
জানা গেছে, এদিন সকালে হাসপাতাল ক্যাম্পাসে থাকা একটি পরিত্যক্ত এম্বুলেন্স গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আবর্জনার মধ্যে থাকা ওই পরিত্যক্ত এম্বুলেন্স গাড়িতে অগ্নিকান্ডের ফলে হাসপাতালের মধ্যে থাকা রোগী সহ তাদের সাথে থাকা এটেন্টডেনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে, শুরু হয় দৌঁড়ঝাপ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভিয়ে ফেলায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠে।
Comments are closed.