ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দল কাল আসছে শিলচর, সতর্ক করে দিলেন পরিমল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দল এনআরসি-ছুট দের ব্যাপারে বেশ সরব ভূমিকা পালন করছে। এই তালিকায় বাদ পড়া লোকেদের সাহায্য সহযোগিতা করার জন্য আগামীকাল দ্বিপ্রহরে তৃণমূল কংগ্রেসের একটি দল শিলচরে পদার্পণ করছে।
তবে বরাক উপত্যকার রাজনৈতিক দলগুলো এই সফরকে ভালোভাবে গ্রহণ করছেনা । মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য বিজেপি সদস্যরা হুমকি দিয়ে জানিয়েছেন যে, এই দল যদি মানুষকে কোন ভাবে উত্তেজিত করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাপ্ত তথ্য মতে পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম এই দলের নেতৃত্বে রয়েছেন। দলটি আগামীকাল দুপুর দুটোয় শিলচরে পৌঁছাবার কথা । দলের অন্যান্য সদস্যরা হলেন সুখেন্দু শেখর রায় (এমপি), নাদিম উল হক (এমপি), অর্পিতা ঘোষ (এমপি), মমতা বালা ঠাকুর (এমপি), ডঃ রত্না দে নাগ (এমপি), ডঃ কাকলি ঘোষ দস্তিদার (এমপি) এবং মহুয়া মৈত্র(এমএলএ)।
জানা গেছে, শিলচরে পৌঁছে ওরা স্থানীয় নাগরিক ফোরাম দ্বারা আয়োজিত এক গণ ও বিবর্তনে যোগদান করবেন। এই বির্বতনে ওরা জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ লোকের নাম বাদ যাওয়ার কারণ এবং ভিত্তি সম্বন্ধে অবহিত হবেন। শিলচরে রাত্রিযাপন করে পরদিন অর্থাৎ শুক্রবার ওরা গোহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের সাথে সাক্ষাতের পর বিকেলের দিকে ওরা আসাম ত্যাগ করবেন।
Comments are closed.