জঙ্গি মোকাবিলায় ভারত জাপান সেনাবাহিনীর যৌথ মহড়া; শিলচরে এই প্রথম
জঙ্গি হামলা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও সেই হামলা মোকাবিলার প্রস্তুতিও চলছে একই সঙ্গে। জঙ্গি হামলার মোকাবিলায় শিলচরে অনুষ্ঠিত হলো ভারত এবং জাপানের সেনাবাহিনীর যৌথ মহড়া।
মিজোরাম ভাইরান্টি স্কুলে অনুশীলনের পর এবার শিলচর ডিএসএ ময়দানে এবং বড়াইল ভিউ হোটেলে অনুষ্ঠিত হলো দ্বিতীয় দফার মহড়া। একই সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত দুই দেশের সেনাবাহিনীর এই যৌথ মহড়ায় কিভাবে জঙ্গিদের মোকাবিলা করতে হয় তা ভারতীয় সেনার কাছ থেকে শিখলো জাপানের সেনাবাহিনী। উল্লেখ্য, এই মহড়ায় জাপান ৩৪ বিএন জে জি এসডি সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে। সাধারণ মানুষকে বিপদ থেকে উদ্ধার তথা জঙ্গিদের খতম করার জন্য বিশেষ রণকৌশল অবলম্বনে অংশগ্রহণ করে জাপানের সেনাবাহিনী। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনী এবং জাপানের সেনাবাহিনীর যৌথ মহড়া শিলচরে এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে।
দুই দেশের এই যৌথ প্রশিক্ষণে মূলত জঙ্গিদের কিভাবে মোকাবিলা করা যায় তারই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া জঙ্গি হামলার আগাম সর্তকতা হিসেবে কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত তারও প্রশিক্ষণ দেওয়া হয়। জঙ্গিরা যদি কোন স্থানে লুকিয়ে থাকে কিংবা আশ্রয় নেয় তাহলে তাদেরকে কিভাবে খুঁজে বের করতে হবে তারও মহড়া হয় এদিন।
Comments are closed.