ভারতীয় ফুটসল দলে সুযোগ পেলেন লক্ষীপুরের পাঁচ খেলোয়াড়, কোচ ব্রজকিশোর
জুনিয়র ফুটসল কাপের জন্য ভারতীয় দলে স্থান পেলেন লক্ষীপুরের ৫ খেলোয়াড়। দলের কোচও নির্বাচিত হয়েছেন লক্ষীপুরের ব্রজকিশোর সিংহ। আগামী ২৭ জুন থেকে ইতালিতে শুরু হবে জুনিয়র স্তরে বিশ্বের সবচেয়ে বড় ফুটসলের এই আসর। চলবে ৩ জুলাই পর্যন্ত। দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন ভারতীয় ফুটসল ফেডারেশনের সচিব বিডি বর্মা। ঘোষিত ১২ সদস্যের দলে পাঁচ জনই কাছাড় জেলার লক্ষীপুরের। এরা হলেন নাঙ্গম কানবা, মনিসানা সিংহ, দীপক সিংহ, দয়ামন্ত সিংহ এবং রাহুল দাস। ভারতীয় দল কবে ইতালির উদ্দেশ্যে রওনা দেবে তা এখনো চূড়ান্ত হয়নি।
এবছর জুনে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবার কথা ছিল আন্তর্জাতিক ফুটসল চ্যাম্পিয়নশিপের আসর। তবে করোনা মহামারীর জন্য সেটা স্থগিত হয়ে গেছে। চ্যাম্পিয়নশিপের জন্য দলও ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ফুটসল ফেডারেশন। মূলত সেই দলটাকে এবার জুনিয়র ফুটসল কাপের জন্য রেখে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার জন্য এ বছরের শুরু থেকেই প্র্যাকটিসে ছিল ভারতীয় দল। তবে লিসবনের সেই টুর্নামেন্ট করোনার জেরে স্থগিত হয়ে যায়।
গতবছর ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বসেছিল ১৩তম জাতীয় ফুটবল চাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় মোট চব্বিশটি রাজ্য অংশ নিয়েছিল। চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করে রানারআপ হয়েছিল অসম। বলতে গেলে রাজ্যের ফুটসলের জন্য সেটাই ছিল টার্নিং পয়েন্ট। সময়ের সঙ্গে ভারতেও ফুটসলের প্রসার ঘটেছে। দেশের বিভিন্ন শহরে ফুটসল টুর্নামেন্ট হচ্ছে। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিদেশের মাটিতেও ফুটসল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতীয় দল। একদিকে যখন আমাদের দেশে ফুটসল গুটি গুটি পায়ে বেড়ে চলেছে, তখন এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাছাড়। আরও খুলে বললে লক্ষীপুর। এবার তো জাতীয় দলে জায়গা করে নিলেন ৫ খেলোয়াড়।
গতবছর লকডাউন থাকাকালীন লক্ষীপুরে গঠিত হয়েছিল অসম সকার ফুটসল সংস্থা। ৫ জুলাই এই সংস্থার আত্মপ্রকাশ ঘটেছিল। সংস্থার প্রধান কার্যালয় লক্ষ্মীপুর তুলেন গ্রামে। গত ১০ মাসে ভারতীয় ফুটসলের সবচেয়ে বড় সাপ্লাই লাইন হয়ে দাঁড়িয়েছে এই তুলেন গ্রাম। জাতীয় স্তরের টুর্নামেন্ট গুলোতে অসম সাম্প্রতিককালে দারুন পারফর্ম করেছে। রাজ্য দলের সিংহভাগ ফুটসল খেলোয়াড়ই কিন্তু এখন কাছাড়ের।
Comments are closed.