Also read in

হাইলাকান্দির ৫ জন শিক্ষার্থী কেন্দ্রীয় সরকারের 'ইন্সপায়ার' পুরস্কারের জন্য নির্বাচিত

হাইলাকান্দি জেলার ঈশ্বরচন্দ্র এমসি স্কুলের পাঁচ জন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সরকারের ২০১৮ সালের ‘ইন্সপায়ার’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছ থেকে পুরস্কার হিসেবে এই ছাত্রদের মধ্যে একজন ১০ হাজার টাকা পাবে বলে জানানো হয়।

এই ‘ইন্সপায়ার’ প্রকল্প কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জিওআই’র একটি প্রধান অনুষ্ঠান। উল্লেখ্য, এই ইন্সপায়ার পুরস্কারটি তরুণ শিক্ষার্থীদের গবেষণা এবং উদ্ভবনামূলক কাজে উৎসাহিত করার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। বিশেষভাবে ১০ থেকে ১৫ বছর বয়সের যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করছে এমন তরুণ ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এই পুরস্কার দেওয়া হয়।

কেন্দ্রীয় স্তরে হাইলাকান্দির ছাত্রদের এই পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার খবরে হাইলাকান্দি তথা বরাক উপত্যকার জনগণ গর্বিত। বিভিন্ন মহলে এ নিয়ে খুশি ব্যক্ত করা হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!