হাইলাকান্দিতে বিজেপির ফ্ল্যাগে মোড়া তিন লক্ষ ৪৭ হাজার টাকা উদ্ধার
লোকসভা নির্বাচনের মুখে বরাক উপত্যকায় ফ্লায়িং স্কোয়াডের তল্লাশি অভিযানে নগদ অর্থ উদ্ধার ক্রমশই বেড়ে চলেছে। রবিবার ছুটির দিনে বিজেপির ফ্ল্যাগে মোড়ানো অবস্থায় তিন লক্ষ ৪৭ হাজার টাকা মিলিয়ে মোট চার লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার হল।।
এদিন হাইলাকান্দি জেলার লালা থানাধীন চন্দ্রপুর এলাকায় ফ্লায়িং স্কোয়াডের সদস্যরা মিজোরামগামী একটি স্কোরপিওতে তল্লাশি চালিয়ে বিজেপির ফ্ল্যাগে মোড়ানো অবস্থায় তিন লক্ষ ৪৭ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধার হওয়া টাকার মালিক হচ্ছেন বদরপুর থানাধীন আলেখারগুলের আব্দুল মালিক । তিনি ওই টাকা নিয়ে মিজোরাম যাচ্ছিলেন। ফ্লায়িং স্কোয়াড সহ পুলিশ সাথে সাথেই উদ্ধার হওয়া টাকা হাইলাকান্দি ট্রেজারিতে সমঝে দেয়।
এদিকে এদিন সন্ধ্যায় লালার গাগলাছড়া সেতু এলাকায় ফ্লায়িং স্কোয়াডের সদস্যরা যানবাহনে তল্লাশি চালিয়ে হাইলাকান্দি শহরের রতনপুর রোডের জনৈক ইস্তাক আহমেদ চৌধুরীর কাছ থেকে নগদ এক লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া টাকা সহ মালিক ইস্তাক আহমেদকে দ্রুত লালা থানায় নিয়ে আসা হয়। এরপর রাতেই হাইলাকান্দিতে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে আজ বিকেল ৩ টা ৩০ মিনিট নাগাদ শিলচর রাঙ্গিরখাড়ি থানার সামনে তল্লাশি চালিয়ে AS 10C 5523 নাম্বারের গাড়ি থেকে পুলিশ প্রায় ৮ লক্ষ টাকা জব্দ করে বলে খবর পাওয়া গেছে।
Comments are closed.