ফ্লায়িং স্কোয়াডের তল্লাশিতে বদরপুরে ধরা পড়ল চার লক্ষেরও বেশি টাকা
নির্বাচন দোরগোড়ায়, তাই নজরদারি দল আরও বেশি সতর্ক হয়ে কাজ করছে। তারই ফলস্বরূপ গতকাল শেষ রাতে ৬নং জাতীয় সড়কে ফ্লাইং স্কোয়াড ও পুলিশের যৌথ অভিযানে মিজোরাম থেকে করিমগঞ্জ গামী একটি গাড়ি থেকে ৪ লক্ষ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, করিমগঞ্জ জেলার কান্দিরগ্রাম, বদরপুর এলাকায় ফ্লাইং স্কোয়াডের কর্মকর্তারা সন্দেহের বশবর্তী হয়ে গাড়িটিকে আটক করেন। সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, মারুতি সুজুকির অল্টো গাড়িটি চালাচ্ছিল কে জুসাংলুয়াইয়া নামের এক ব্যক্তি। প্রাপ্ত লাইসেন্স অনুযায়ী গাড়ির চালক মিজোরামের আইজলের থাকথিং দামভেং এলাকার বাসিন্দা।
ফ্লাইং স্কোয়াডের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরউদ্দিন বড়ভূঁইয়া বলেন, “ আমরা গাড়িটিতে তল্লাশি চালাচ্ছিলাম ড্রাগস রয়েছে অনুমান করে। কিন্তু তল্লাশির পর আমরা নগদ টাকা পেলাম। গাড়ি টির মধ্যে চালকসহ তিনজন উপস্থিত ছিল।”
পুলিশের সূত্র থেকে প্রাপ্ত খবরে আরও জানা যায়, গাড়ির চালক এই টাকাগুলো তার নিজস্ব বলে প্রমাণ করতে ব্যর্থ হয়। এমনকি টাকাগুলো সে কোথা থেকে পেয়েছে সেটাও পুলিশকে জানাতে পারেনি। পুলিশ সন্দেহ করে যে সে কোনও অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে। সঙ্গে সঙ্গে তারা নগদ অর্থ জব্দ করে। পরবর্তী তদন্তের জন্য চালককে করিমগঞ্জ পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। নগদ অর্থও পুলিশ স্টেশনে জমা করা হয়েছে।
তবে গাড়িটি আসামের রেজিস্টারকৃত ছিল। গাড়িটির নম্বর হচ্ছে AS11 H/ 84150। উল্লেখ্য, নির্বাচনী নজরদারিতে ইদানীংকালে বরাক উপত্যকায় এই ধরনের অনেক গুলো ঘটনা পুলিশি তল্লাশিতে ধরা পড়েছে।
Comments are closed.