Also read in

কাছাড়ে ভোটারদের ঘুষ দেওয়া প্রতিহত করতে ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম, পুলিশ ভিডিওগ্রাফার

কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে অবৈধভাবে টাকা বন্টনের মত কাজ প্রতিহত করতে ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে l

এই স্কোয়াডে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছাড়াও পুলিশ অফিসার, সশস্ত্র পুলিশ ভিডিওগ্রাফার থাকবে। বিধানসভা এলাকা ভিত্তিক গঠিত এই স্কোয়াডের দায়িত্বে রয়েছেন দ্বিজেন্দ্রনাথ শর্মা, অর্ঘ্য কর্মকার এবং কে পানু l উধারবন্দে জহুর উদ্দিন আহমেদ, মানবেন্দ্র নাথ ও হেমন্ত কুমার বরা l বড়খলায় প্রণব আইচ, অভিনয় পাল, মনোজিৎআচার্য l কাটিগড়ায় উত্তম পালুয়া , মেহেদী হাসান চৌধুরী, শুভঙ্কর পাল ও বিশ্বজিৎ দাস l সোনাইতে কমল কান্তি দাস রাহুল কান্তি নাথ ও আব্দুল হক বরভূঁইয়া l ধলাইতে হুনা সিং ইংটি, সতীশ কৈরি ও প্রীতম পাল l লক্ষ্মীপুরে অর্জুন চৌধুরী, রন রঞ্জন নাথ l

এদিকে নির্বাচন পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিধানসভাচক্র ভিত্তিক স্ট্যাটিক সার্ভিলেন্স টিমও গঠন করা হয়েছে। এই টিম ওই এলাকায় ভোটের সময় মোটা অংকের অর্থ, অবৈধ মদ ,অস্ত্র শস্ত্র সহ যে কোন প্রকার সন্দেহজনক বস্তু আদান-প্রদানের ওপর নজর রাখবে l শিলচরের দায়িত্বে রয়েছেন পরিতোষ পাল, প্রিয়াঙ্ক পাল ও সত্যজিৎ নাথ l সোনাইয়ে তিনটি দলের দায়িত্বে রয়েছেন যথাক্রমে ফিরোজ নুনিসা , দেবাশীষ কাশ্যপ ও কামরুজ্জামান বড়ভূঁইয়া l ধলাইয়ে তিনটি দলের দায়িত্বে রয়েছেন রঞ্জন শুক্লবৈদ্য, প্রিয়ব্রত দাশ ও শহিদুল আলম লস্কর l উধারবন্দে সুভাষ দে, শাহাবুদ্দিন ও শাহিন আহমেদ বড়ভূঁইয়া ; বরখলায় কেশব লুইথাল, এ কে দাস ও বিভূতি ভুষণ চন্দ l কাটিগড়ায় ফখরুল ইসলাম চৌধুরী, সঞ্জয় কুমার ও বিকাশ ভার্গব শর্মা l লক্ষ্মীপুরে বিজয় ব্রহ্ম, লুৎফুর রহমান বড়ভূঁইয়া ও শংকর গোস্বামী l

Comments are closed.

error: Content is protected !!