আসন্ন পুজো মরশুম শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে কাছাড় জেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ‘দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা উৎসব’ মসৃণভাবে উদযাপন করতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসন কাছাড় জেলায় নিরাপত্তা জোরদার করেছে। প্রশাসন ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কাছাড় জেলার আইন -শৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনের অন্যান্য ব্যবস্থা দেখাশোনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। শুক্রবার এই বিষয়ে আদেশ জারি করা করা হয়েছে। শিলচর শহর এলাকার দায়িত্বে থাকবেন শিলচর রাজস্ব সার্কেলের সার্কেল অফিসার জিতুরাজ গগৈ (মোবাইল নম্বর 9101702719) এবং হিমশ্রী ডেকা, সহকারী কমিশনার, শিলচর মোবাইল নম্বর 7664087533)।
কিশান চোরেই ত্রিপুরা, সহকারী কমিশনার, কাছাড় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (মোবাইল নম্বর 7002593234) সহ শিলচর শহর ছাড়া শিলচর পিএস-এর অধীনে থাকা অন্যান্য এলাকাগুলি দেখবেন। ডাঃ দীপঙ্কর নাথ, সার্কেল অফিসার, সোনাই (মোবাইল নম্বর 9707389639) সোনাই এবং কচুদরাম থানার অন্তর্গত এলাকাগুলি দেখবেন।
বিকাশ ছেত্রী, সার্কেল অফিসার (এ) সোনাই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (মোবাইল নম্বর 6900103331,9365022573) ধলাই থানার অন্তর্গত এলাকাগুলি দেখবেন।
কাবেরী রংপি, সার্কেল অফিসার, কাটিগড়া রাজস্ব সার্কেল (মোবাইল নম্বর 9085152373) কাটিগড়া থানা এলাকা দেখাশোনা করবেন।
অদিতি নুনিসা, সার্কেল অফিসার, আই/সি উধারবন্দ রাজস্ব সার্কেল (মোবাইল নম্বর 8471812860 উধারবান্দ থানা এলাকায় দেখাশোনা করবেন।
যাত্রা কান্ত কর্মকার, ব্লক ডেভলপমেন্ট অফিসার, বাঁশকান্দি ডেভেলপমেন্ট ব্লক( মোবাইল নম্বর 9613330179) বড়খলা থানা এলাকা এবং জোনাথন ভাইপেই, সার্কেল অফিসার, লক্ষীপুর রাজস্ব সার্কেল (মোবাইল নম্বর 7636979764) লক্ষীপুর ও জিরিঘাট থানা এলাকায় দেখাশোনা করবেন। শামিম আহমেদ লস্কর, জেলা প্রকল্প কর্মকর্তা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কাছাড় (ফোন নম্বর 03842-239249/9535374141) নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকবেন।
এছাড়া মনসুর আহমেদ মজুমদার, মহকুমা ম্যাজিস্ট্রেট, সদর, শিলচর (মোবাইল নম্বর 8472971401) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কাছাড়কে সহায়তা করবেন।
আদেশে বলা হয়েছে “ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপযুক্ত এবং যথাযথ মনে করে যথাযথ পদক্ষেপ নেবেন এবং তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আই/সি ম্যাজিস্ট্রেসি শাখায় সময় সময় রিপোর্ট করবেন।” আদেশে আরও বলা হয়েছে যে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের সংশ্লিষ্ট এলাকার সাথে পরিচিত হবেন, বিশেষ করে প্যান্ডেলের অবস্থান, বিসর্জন স্থান ইত্যাদি বিষয়ে। বরাক উপত্যকা আসামের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
Comments are closed.