Also read in

নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করলেন পাঁচগ্রামের শংকর চন্দ্র নাথ

 

আসাম ফরেস্ট প্রটেকশন ফোর্স (AFPF), করিমগঞ্জ জেলার লঙ্গাই বিট অফিসের এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেন গতকাল বুধবার রাতে।

রসেন্দ্র চন্দ্র নাথের পুত্র , চল্লিশ বর্ষীয় শংকর চন্দ্র নাথ মূলত হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের বাসিন্দা। বিগত পাঁচ মাস ধরে তিনি বনবিভাগের লঙ্গাই বিট অফিসে কাজ করছিলেন। এই অফিসটি পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই অফিসের কর্মকর্তারা বুধবার রাত ৮-৩০ মিনিটে শংকর চন্দ্রের ঘর থেকে এক জোরালো আওয়াজ শুনতে পান। সাথে সাথেই দৌড়ে গিয়ে তারা দেখতে পান, শংকর বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং প্রায় মৃত্যুর মুখে, নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে দেন তিনি। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এই সংবাদ পেয়ে বাজারিছড়া পুলিশ চৌকির অফিসার ইনচার্জ গৌতম দাস, পাথারকান্দি সার্কেল অফিসার এল কিয়াংটে এবং ফরেস্ট রেঞ্জার অলক কুমার দেব ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।

প্রাথমিকভাবে শংকরের মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। ওই অফিসের সহকর্মীর কাজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য দিনের মতো বুধবারও রেঞ্জার অলক কুমার দেব এবং বিট অফিসার নারায়ণ কুমার নন্দীর সাথে তার কর্তব্য কর্ম চালিয়ে গিয়েছিলেন, তবে তার মেজাজ ঠিক ছিল না এবং খুব চিন্তান্বিত দেখাচ্ছিলো।

গৌতম দাস জানালেন, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে, যে রাইফেল দিয়ে শংকর নিজেকে গুলি করেছে সেটা উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

Comments are closed.