Also read in

চলে গেলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

আসামের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর দেহবসান। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ৫:৩৪ মিনিটে বর্ণময় জীবনের অবসান হয় তিন বারের মুখ্যমন্ত্ৰীর। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বৰ্ষীয়ান রাজনীতিক। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুঃসংবাদ সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নশ্বর দেহ শংকরদেব কলা ক্ষেত্রে রাখা হবে যাতে সাধারণ জনগণ শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরো জানিয়েছেন যে, পরিবারের সদস্যদের অনুমোদনক্রমে আগামীকাল গুয়াহাটিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম সংস্কার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছিল ২৬ আগস্ট । তাকে প্লাজমা থেরাপি করা হয়, তারপর কোভিড নেগেটিভ ও মোটামুটি সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যায় কয়েকদিন আগে তাকে পুনরায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।

১৯৩৪ সনের ১লা এপ্রিল তরুণ গগৈ জন্মগ্রহণ করেন। তিনি ছয়বার সাংসদ হিসাবে কাজ করেছেন এবং ২০০১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করে তিনবার রাজ্যের কর্ণধার হিসেবে জনগণের সেবা করে গেছেন।

Comments are closed.