কোনও শর্ত ছাড়াই বিজেপির প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন করলেন প্রাক্তন কংগ্রেস নেতা রাজদীপ গোয়ালা
দলের কেন্দ্রীয় কমিটির ব্যানারে থাকা কাছাড়ের একমাত্র কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালাকে কিছুদিন আগে বহিষ্কার করেছিল দল। তবে এর অনেক আগেই হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজদীপ গোয়ালা বিজেপির সদস্য হচ্ছেন। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন জানিয়েছেন। বরাক বুলেটিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি জানান, কোনও শর্ত ছাড়াই দলের সদস্য পদ চেয়েছেন তিনি। দলের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হবে সেটাই মানবেন।
রাজ্যের কংগ্রেস রাজনীতির অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন তার বাবা প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা। বাবার মৃত্যুর পর কংগ্রেস দলের টিকিট পেয়ে দুইবার বিধায়ক হয়েছেন। রাজনীতিতে তেমন পরিচিতি না থাকলেও শুধুমাত্র বাবার নামে নির্বাচন জিতেছেন তিনি। পরবর্তীতে কংগ্রেস দলের মূল স্রোত থেকে ক্রমশ সরে যেতে শুরু করেন। একসময় দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। বলা হয়, কংগ্রেস দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাজদীপ গোয়ালা।
এদিকে বিজেপির পক্ষ থেকে লক্ষীপুর আসনে প্রার্থীত্বের সবথেকে শক্ত দাবিদার হচ্ছেন বর্তমান জেলা সভাপতি কৌশিক রাই। লক্ষ্মীপুরে বারবার আনাগোনা রয়েছে তার এবং সেখানে বিরাট একটি বাড়ি বানিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে বিজেপি দলের আলগাপুরের প্রার্থী ছিলেন কৌশিক রাই, তবে সেখানে এআইইউডিএফের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। আগামী বছর নির্বাচনে লক্ষ্মীপুর আসুন তার পছন্দের, অন্তত দলের ভেতরে এমনটাই কানাঘুষো শোনা যায়।
মঙ্গলবার বিজেপির লক্ষীপুর বিধানসভা ভিত্তিক কর্মিসভা শেষে দলের প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস সহ অন্যান্য নেতাদের নিজের বাড়িতে নিয়ে যান বিধায়ক গোয়ালা। প্রদেশ বিজেপির সদস্য পদের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় ও যোরহাটের সাংসদ তপন গগৈর উপস্থিতিতে প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাসের হাতে নিজের আবেদনপত্রটি তুলে দেন রাজদীপ।
রঞ্জিত দাস সম্প্রতি ঘোষণা করেছেন, টিকিট প্রদানের ক্ষেত্রে শেষ কথা বলবেন দলের তৃণমূল স্তরে কর্মকর্তারা। তাদের পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া হবে কেননা এই কর্মকর্তারাই শেষমেষ নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করতে পরিশ্রম করবেন। বিজেপির ভেতরে এমন কানাঘুষোও রয়েছে, রাজদীপ গোয়ালাকে লক্ষ্মীপুর ছেড়ে উধারবন্দে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে, এব্যাপারে রাজদীপ বা বিজেপির অন্য কোনও নেতা পরিষ্কার কোনও বয়ান দেননি। এবার রাজদীপ গোয়ালা সদস্য পদ পেলে তাকে আদৌ প্রার্থী করা হবে কিনা, অথবা কোন কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হবে এটা সময়ই বলে দেবে।
Comments are closed.