
প্রাক্তন প্রধান শিক্ষক ৮০ বছরের মামার দায়ের কোপে গুরুতর জখম প্রাক্তন পৌর কমিশনার ভাগ্নে
এমএমএমসি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পীযূষ কান্তি রায় চৌধুরীর আচমকা প্রাণঘাতী আক্রমণে গুরুতর জখম হলেন তারই সম্পর্কিত ভাগ্নে করিমগঞ্জের প্রাক্তন ওয়ার্ড কমিশনার সুজিত পুরকায়স্থ। বুধবার সাতসকালে করিমগঞ্জ শহরের ওল্ড মিশন রোডের এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অশীতিপর বৃদ্ধের এই প্রাণঘাতী হামলায় গুরুতর আহত অবস্থায় শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুজিত পুরকায়স্থকে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিদিনকার মত সকালে দুধ আনতে বের হন ষাটোর্ধ সুজিত বাবু। কিন্তু বাড়ি থেকে বের হওয়া মাত্রই আচমকা ধারালো ‘রামদা’ দিয়ে সুজিত বাবুর উপর হামলা করে বসেন পীযূষ কান্তি রায় চৌধুরী, বসিয়ে দেন ‘ভাগ্নে’র শরীরে অনেকগুলো কোপ। ‘খড়গহস্ত’ মামার এই হামলার আকস্মিকতায় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সুজিত পুরকায়স্থ, কোনোক্রমে পালিয়ে বাড়িতে ঢুকেন তিনি। সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তারপর সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য নিগ্রিমসে নিয়ে যাওয়া হয়।
এদিকে প্রাণঘাতী হামলা চালিয়ে পীযুষ রায়চৌধুরী শান্তভাবে বিছানায় শুয়ে পড়েন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পীযূষ বাবু জানান, সুজিত তাকে একদিন বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, তারই বদলা নিয়েছেন তিনি। এই বক্তব্যকে যুক্তিসংগত মনে করছেন না অনেকেই । প্রাক্তন শিক্ষক কেন এই প্রাণঘাতী হামলা চালালেন, এই নিয়ে পারিবারিক সূত্রে কোনো তথ্য জানা যায়নি। তবে জমি সংক্রান্ত কোনো ব্যাপার রয়েছে বলে অনুমান করছেন প্রতিবেশীরা।
Comments are closed.