Also read in

চলে গেলেন আইএমডিটি আইনের মূল কারিগর আবদুল মুহিব মজুমদার

আসামের প্রাক্তন মন্ত্রী, সুপরিচিত আইনজীবী এবং বহুল চর্চিত আইএমডিটি আইনের স্থপতি আব্দুল মুহিব মজুমদার বুধবার সকাল ৮.১৫ মিনিটে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। তিনি এক মাস ধরে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি ছিলেন এবং আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার পার্থিব দেহ গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার হাতিগাঁওয়ের বাসায় নিয়ে যাওয়া হবে এবং আজই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

জনাব আব্দুল মুহিব মজুমদার ‘৭০ এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৩ থেকে চারবার আইনসভার সদস্য (এমএলএ) হিসাবে হাইলাকান্দি বিধানসভার প্রতিনিধিত্ব করেন।

মজুমদার ১৯৩২ সালের ২০ আগস্ট হাইলাকান্দি শহরে জন্মগ্রহণ করেন। হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুলে পড়াশোনার পর তিনি গুয়াহাটির কটন কলেজ থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এলএলবি করেন।

মজুমদার ১৯৮৩ সালে হিতেশ্বর সাইকিয়ার নেতৃত্বে কংগ্রেস মন্ত্রীসভায় আসামের মন্ত্রিপরিষদের সদস্য হয়েছিলেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত আইন, বিদ্যুৎ এবং পৌর প্রশাসন বিভাগগুলি দেখাশোনা করেন। ‘৯০ এর দশকে তিনি ইউপিপিএ (ইউনাইটেড পিপলস পার্টি অফ আসাম) নামে একটি নতুন দল গঠন করেন। ১৯৯৬ সালে প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে এজিপি জোট মন্ত্রিসভায় যোগদান করে ২০০১ সাল পর্যন্ত সেচ বিভাগের দায়িত্বে ছিলেন।

পরবর্তীকালে তিনি ইউপিপিএ ভেঙে দিয়ে আসামে সমাজবাদী পার্টির সভাপতি হন। পরে তিনি আবার কংগ্রেসে ফিরে আসেন। মজুমদার বিরোধীদলীয় উপনেতা (১৯৮৬-৯১) এবং আসামের রাজ্য পরিকল্পনা বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ছিলেন। এ ছাড়া তিনি রাজ্য নিরাপত্তা কমিশনের সদস্য; এআইসিসি’র সদস্য; এপিসিসি’র ভাইস প্রেসিডেন্ট, এপিসিসি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান; এপিসিসির সংখ্যালঘু বিভাগের উপদেষ্টা প্রভৃতি দায়িত্বে ছিলেন।

মজুমদার তার আত্মজীবনী “ডাউন দ্য মেমরি” চার খন্ডে লিখেছেন। তিনি বিতর্কে খুব দক্ষ ছিলেন; কটন কলেজ এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ডিবেটে বেশ কিছু পুরস্কার ও জিতেছিলেন।

আইনজীবী হিসেবে তাঁর বহু যুগান্তকারী মামলার মধ্যে একটি হল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ১৯৭৭-৭৮ সালে হাইকোর্টে তিরখা কমিশন কর্তৃক তার বিরুদ্ধে বিচারে রক্ষা করেছিলেন।

তবে তার কর্মজীবনে সবচেয়ে বড়ো ঘটনা ছিল ১৯৮৩ সনে IMDT আইনের ( অবৈধ অভিবাসী নির্ধারণ ট্রাইবুনাল) খসড়া তৈরি। ১৯৮৫ সালে আসাম চুক্তি র সময় তিনি আসামের আইনমন্ত্রী ছিলেন।

Comments are closed.