প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এখন 'নিগেটিভ', শিগগিরই ছাড়া পাবেন হাসপাতাল থেকে
১১ দিন হয়ে গেল শিলচরের প্রাক্তন সাংসদ এবং সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন; আজ তার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আজ বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপারিনটেনডেন্ট সরকারিভাবে এই কথা তাকে জানান।
“সুপারিনটেনডেন্ট আমাকে জানিয়েছেন যে আমার সব নথিপত্র ডিসচার্জ বোর্ডের কাছে পাঠানো হবে এবং ঐ ডিসচার্জ বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বাড়ীতে যেতে দেওয়া হবে”, জানালেন সুস্মিতা দেব।
সুস্মিতা দেব আরো জানান যে, যারা উনার চিকিৎসা করেছেন এবং দেখভাল করেছেন তাদের সবার কাছেই তিনি কৃতজ্ঞ।
শিলচরের প্রাক্তন সাংসদ গত ৭ই জুলাই কোভিড পজিটিভ হয়েছিলেন এবং ৮ তারিখ তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি গ্রীন হিলস হাসপাতালের ডাইরেক্টর রুদ্র নারায়ণ গুপ্তের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
Comments are closed.