চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দেশ জুড়ে শোকের ছায়া
প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, রাইসিনা হিলে ওঠা একমাত্র বাঙালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। রাষ্ট্রপতি তনয় অভিজিৎ মুখার্জি সন্ধ্যা ৫-৪৬ মিনিটে এক টুইটের মাধ্যমে এই দুঃখজনক সংবাদটি নিশ্চিত করেন। “‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’, লিখেছেন অভিজিৎ মুখার্জি।
৯ আগস্ট নিজের বাসভবনে শৌচালয়ে পড়ে যান প্রণব। মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সেকথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই দিনই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। এর পর থেকে কোমায় ছিলেন তিনি। ভেন্টিলেশন থেকেও বের করা যায়নি। চিকিত্সকরা জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল।
প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু সংবাদে সমগ্র দেশবাসী শোকে মুহ্যমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেছেন, ভারত রত্ন প্রণব মুখার্জির প্রয়াণে ভারতের মহান ব্যক্তিত্ব কে হারালো । জাতির উন্নতির ইতিহাসে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
Comments are closed.