Also read in

ক্যামো নেওয়া হল না নরসিং স্কুলের প্রাক্তন অধ্যক্ষের, সমরেন্দ্র ভট্টাচার্য্যকে কুপিয়ে হত্যা করল তাঁরই তত্বাবধায়ক

গতকাল রাতে নিজ গৃহে সমরেন্দ্র ভট্টাচার্য্যকে হত্যা করে তারই তত্ত্বাবধায়ক। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উনাকে শনিবার কেমোথেরাপি করানোর কথা ছিল। পুলিশ আধিকারিকদের মতে, রাত প্রায় ১২ টা বেজে পাঁচ মিনিটে ভট্টাচার্য্যের তত্ত্বাবধায়ক সঞ্জয় আচার্য্য তাঁকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভট্টাচার্য্যকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত প্রায় ২ টা পাঁচ মিনিটে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, পুলিশ আচার্য্যকে তারাপুরে শিলচর রেলওয়ে স্টেশন থেকে পাকড়াও করতে সক্ষম হয় এবং সূত্র অনুসারে ইতিমধ্যেই সে নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ আমাদের জানায় যে এই বিষয়ে এখনও কোনো মামলা লিপিবদ্ধ করা হয়নি। তারা ভট্টাচার্য্যের বোন ও শ্যালকের মামলা করার অপেক্ষায় রয়েছেন। “এখন পর্যন্ত এটাকে প্রতিশোধ নেওয়ার ঘটনাই লাগছে। ৫২ বছর বয়সী সঞ্জয় আচার্য্য প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে,” অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি বলেন। তিনি আরো যোগ করেন, “আচার্য্য আমাদের হত্যা সংঘটিত করা অস্ত্রটি দেখায়। সে আমাদেরকে আরও জানায় যে তার প্রতি ভট্টাচার্য্যের আচরণে সে খুব অসন্তুষ্ট ছিল এবং এটাই তাকে এমন কাজ করার জন্য উদ্বুদ্ধ করে।”

আচার্য্যের পরিবারে স্ত্রী ও দুটি বাচ্চা রয়েছে। ভট্টাচার্য্য প্রায়ই তাঁকে পানের দোকানটি বন্ধ করার জন্য বলতেন যেটা সে প্রাক্তন অধ্যক্ষের জমিতে তৈরি করেছিল। “আচার্য্য আমাদেরকে জানায় যে ভট্টাচার্য্য তার দৈনিক মজুরি (১৫০ টাকা) দিতে অস্বীকার করেন যেহেতু সে তাঁর জমিতে একটি দোকান নির্মাণ করেছিল”, জানালেন রেড্ডি।

সমরেন্দ্র ভট্টাচার্য্য এমএসসি, এলএলবি এবং তাঁর বিটি ডিগ্রিও রয়েছে। তিনি ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় ব্যক্তিদের খুব পছন্দের ছিলেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমেছে। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ভট্টাচার্য্যের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে কোচিং সেন্টার ও একাডেমিগুলি আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিএসএ কর্তৃপক্ষ।

নরসিং স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তাঁর স্ত্রী শিবানী ভট্টাচার্য্য থেকে আগেই আলাদা হয়ে গিয়েছিলেন। শিবানী আমাদের জানান যে এই ঘটনার আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পারছেন না তিনি।

Comments are closed.

error: Content is protected !!