শিলচর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সম্পাদক সত্যস্থানন্দজি মহারাজ প্রয়াত, শোকের ছায়া
রামকৃষ্ণ মিশন, শিলচর কেন্দ্রের প্রাক্তন প্রধান তথা সিমলা কেন্দ্রের বর্তমান সম্পাদক সত্যস্থানন্দজি মহারাজ এক দুঃখজনক দুর্ঘটনায় প্রয়াত হলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি কোন একটা কাজে লখনৌ যাচ্ছিলেন এবং গতকাল, শনিবার রাত আটটা নাগাদ এক দুর্ঘটনায় তাঁর প্রাণহানি ঘটে।
সিমলা রামকৃষ্ণ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাজ আম্বালা স্টেশনে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নেন এবং আম্বালা থেকে তার লখনৌয়ের ট্রেন ধরার কথা ছিল। রামকৃষ্ণ মিশন, সিমলার একজন মহারাজ জানালেন, “আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে, ট্যাক্সি ড্রাইভার তাকে রেলস্টেশনের পাশে হাইওয়েতে নামিয়ে দেয়।তারপর তিনি যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ি উনাকে ধাক্কা মারে।”
আম্বালা পুলিশ জানিয়েছে,উনার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। “ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার দেহ চণ্ডীগড় রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে”, জানালেন সিমলা রামকৃষ্ণ মিশনের মহারাজ।
আম্বালা ক্যান্টনমেন্ট এলাকার পারাও পুলিশ স্টেশনের এক ভারপ্রাপ্ত অফিসার জানালেন,” ট্যাক্সি উনাকে একটি ফ্লাইওভারের পাশে নামিয়ে দেওয়ার পর তিনি রাস্তা পার করে ওপারে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা মারে এবং দ্রুত পালিয়ে যায়।”
তিনি আরও জানালেন, “আমরা বিষয়টির তদন্ত করছি। তবে এখন পর্যন্ত আমরা গাড়িটির হদিশ পাইনি।”
প্রয়াত সত্যস্থানন্দজী মহারাজ (স্বপন মহারাজ) ২০১৮ সালের এপ্রিল মাসে শিলচর রামকৃষ্ণ মিশনের দায়িত্ব গণধিশানন্দজি মহারাজের কাছে অর্পণ করে সিমলা মিশনের দায়িত্ব গ্রহণের জন্য যাত্রা করেন। তিনি প্রায় সাত বৎসর শিলচর রামকৃষ্ণ মিশনের প্রধানের দায়িত্বে ছিলেন।
সুললিত কন্ঠের অধিকারী, অগাধ জ্ঞানী সর্বজনশ্রদ্ধেয় মহারাজের অকাল প্রয়াণ সংবাদে রামকৃষ্ণ মিশনের ভক্তরা ছাড়াও বরাক উপত্যকার জনসাধারণ গভীরভাবে মর্মাহত ।
একজন ভক্ত শোক ব্যক্ত করে লিখেছেন “সাধুর শরীর গেলে শুনেছি কাঁদতে নেই, কিন্তু আমরা যে মায়ায় আবদ্ধ, তাই এই যাওয়া মেনে নিতে পারছি না কিছুতেই। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় শ্রীমৎ সত্যস্থানানন্দজি মহারাজ এক ব্যতিক্রমী সাধু জীবন।”
Comments are closed.