Also read in

করোনায় আক্রান্ত প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব

করোনায় আক্রান্ত হয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ফোন করে তাকে খবরটি জানানো হয়েছে। তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে গ্রিন হাসপাতালের কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্তের সংস্পর্শে এসেছিলেন। ৩০ জুন একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়। পরবর্তীতে রুদ্র নারায়ণ গুপ্ত পজিটিভ হন এবং আজ সুস্মিতা দেব নিজে পজিটিভ হয়েছেন।

তিনি আমাদের জানান, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুপুরে তাকে ফোন করে খবরটি দেওয়া হয়। তবে তিনি অ্যাসিম্টোমেটিক। তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে রুদ্র নারায়ণ গুপ্তের সংস্পর্শে এসেছিলাম, হয়তো এতেই আমার সংক্রমণ হয়েছে। এখন আপাতত চিকিৎসাধীন থাকবো। ডাক্তাররা জানিয়েছেন, আমি অ্যাসিম্টোমেটিক, তাই পরিবারের সবাইকে বলে দিয়েছি কেউ জন্য চিন্তিত না হন।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির পরীক্ষা করা হয়, এই প্রক্রিয়ায় শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবেরও পরীক্ষা হয়। তিনি পজিটিভ হয়েছেন এবং অন্যান্য লোকের মত তারও চিকিৎসা হবে। পাশাপাশি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের পরীক্ষা করানো হবে।

Comments are closed.