বরাক বুলেটিনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার হবে! সম্পাদকীয় প্রকাশের জন্য এজাহার
বরাক বুলেটিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার করা হবে! বরাক বুলেটিনের প্রতিষ্ঠাতা অনির্বাণ রায় চৌধুরী’র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির U/S 153 – A, 124 -A, 501 এবং 505 ধারা অনুযায়ী জনৈক শান্তনু সূত্রধরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি প্রাথমিক এজাহার নথিভুক্ত করেছে৷ আগামী ৬ ডিসেম্বর, সোমবার তাকে শিলচর সদর থানায় হাজির হতে হবে।
বরাক বুলেটিনের সূচনা লগ্ন থেকেই আমরা পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠতার সাথে সর্বোচ্চ মানের বিভিন্ন সংবাদ, নিবন্ধ ইত্যাদি প্রকাশ করে আসছি। সত্য এবং শুধু সত্যই সবসময় আমাদের পথপ্রদর্শক হয়েছে। যখন আমরা কোথাও অন্যায়-অবিচার দেখি, আমরা লিখি। যখন আমরা দেখি বরাক উপত্যকা দিন দিন প্রান্তিক হয়ে যাচ্ছে, তখন আমরা লিখি। যখন আমরা বাঙালি চেতনাকে বশীভূত হতে দেখি, তখন আমরা লিখি।
এটাই প্রচার মাধ্যমের করার কথা- সর্ব বিষয় নিরীক্ষণ করে মানুষদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। হতে পারে, এ ধরনের সাংবাদিকতাও সেকেলে এবং রাষ্ট্রদ্রোহী হয়ে উঠেছে।
কেউ হয়তো ভাবতে পারে যে আমরা নিজেদেরকে শুধুমাত্র সরকারের সমালোচনা করার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। এই অভিযোগের প্রত্যুত্তরে আমরা আপনাদের বিনীতভাবে বলব যে আমরা সর্বদা সরকার যে সমস্ত প্রকল্প, উন্নয়ন এবং ঘোষণাগুলো পাবলিক ফোরামে প্রকাশ করে সে সম্পর্কে সব তথ্য সবাইকে জানিয়ে এসেছি। আমরা কখনই সরকারের (প্রাপ্য) প্রশংসা করা থেকে বিরত থাকিনি ।
তবে, বরাক বুলেটিন প্রত্যয় ব্যক্ত করে যে, একজন পাঠক, একজন নাগরিক এবং একজন সচেতন ভোটার থাকলেও এই পোর্টাল সাংবাদিকতা করে যাবে, যেভাবে সবসময় করে এসেছে।
আমরা খোলা মনে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগের তদন্তে পুলিশকে যথাসম্ভব সহযোগিতা করব।
একই সঙ্গে আমরা আশ্বাস দিচ্ছি – হুমকি, মামলা এসব সত্বেও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত থাকবে।
Comments are closed.