আজমলকে গাধার পিঠে বসিয়ে বাংলাদেশে পাঠাতে চান রাষ্ট্রীয় বজরং দলের প্রতিষ্ঠাতা প্রবীন ভাই তোগাড়িয়া
বিতর্কিত হিন্দুত্ববাদী ব্যক্তিত্ব এবং রাষ্ট্রীয় বজরং দলের প্রতিষ্ঠাতা প্রবীন ভাই তোগাড়িয়া আজ শৌর্য দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য দুই দিনের সফরে বরাক উপত্যকায় এসে পৌঁছেছেন। তাঁর শিলচর আগমনের সাথে সাথে বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। তোগাডিয়ার মতে, যদি আসামে একটি নতুন এনআরসি করা হয় এবং ১৯৫১ সালের পরে আসা সমস্ত বাংলাদেশিকে আইসোলেশন শিবিরে পাঠানো হয় তবে বদরউদ্দিন আজমল নির্বাচনে জিততে এবং আবার এমপি হতে পারবেন না।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তোগাড়িয়ার বয়ান, “বদরুদ্দিন আজমল বাংলাদেশি মুসলমানদের ভোট পেয়ে এমপি হয়েছেন। ১৯৫১ সালের পর আসামে আসা বাংলাদেশি মুসলমানদের যদি আইসোলেশন ক্যাম্পে পাঠানো হয়, তাহলে আজমল আর এমপি হতে পারবেন না।” আজমল হিন্দুদের অপমান করেছেন তাই তাকে গাধার পিঠে বসিয়ে বাংলাদেশে পাঠানো উচিত। নিরাপদ আসামের জন্য আসাম সরকারের উচিত তার বাড়ির উপর বুলডোজার চালানো। সে তাবলিগী জামাতের অংশ যা সৌদি আরব কর্তৃক মনোনীত হয়েছে। ইসলামের উদ্ভব হয়েছে, ‘সন্ত্রাসের প্রবেশদ্বার’ হিসেবে। তাই আসাম সরকারের উচিত তাবলিগী জামাতকে নিষিদ্ধ করা এবং আজমলের সম্পদের ওপর বুলডোজার চালানো।”
আসামের ডি-ভোটার ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে, অসমীয়া হিন্দু বা বাঙালি হিন্দু কেউই ডি-ভোটার নন। হিন্দুরা ভারতের নাগরিক ও সন্তান। যদি কোনো বাংলাদেশি হিন্দু ভারতে আসেন তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ-এর অধীনে নিয়ম প্রণয়ন করা হয়েছে। আসাম সরকারকে লক্ষ্য করা উচিত যে একজনও অসমিয়া হিন্দু বা বাঙালি হিন্দুকে ডি-ভোটার করা উচিত নয়।”
লাভ জিহাদের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আসামের মুখ্যমন্ত্রী অসমিয়া হিন্দু বা বাঙালি হিন্দুর কোনো মেয়েকে লাভ জিহাদের শিকার হতে দেবেন না।
Comments are closed.