Also read in

একদিন বাকি থাকতে অমৃতযোগে শিলচরে চার, করিমগঞ্জে তিনজন পেশ করলেন মনোনয়ন

দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে আগামীকাল ২৬শে মার্চ । তবে, তিথি মেনে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলের অমৃতযোগে শিলচর কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি প্রার্থী তাদের মনোনয়নপত্র পেশ করলেন আজ । দুপুর ১২-১৫ মিনিটে মনোনয়ন পেশ করেন রাজদীপ। সুস্মিতা জেলা উপায়ুক্ত লয়া মাদ্দুরির কাছে মনোনয়নপত্র পেশ করেন ১২-৩৫ মিনিটে। এখানে উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগ ছিল ১২-৫৩ মিনিট পর্যন্ত।

আজকের এই মনোনয়নপত্র পেশের অনুষ্ঠানে যেন শক্তি প্রদর্শনের মহড়া হয়ে গেল। বেশ সরবে মনোনয়ন পেশ করলেন সুস্মিতা দেব এবং রাজদীপ রায় , সাথে ছিলেন হাজার হাজার কর্মী- সমর্থক- অনুগতরা।

সুস্মিতা দেবের মনোনয়নে সাথী ছিলেন শিলচরের প্রাক্তন বিধায়িকা বিথিকা দেব, বড়খলার প্রাক্তন বিধায়িকা রুমিনাথ, বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন মন্ত্রী অজিত সিং,প্রাক্তন মন্ত্রী গিরিন্দ্র মল্লিক, সোনাইর প্রাক্তন বিধায়ক এনামূল হক লস্কর, জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ দে, দিপন দেওয়ান জী, সিরাজুল ইসলাম, পার্থ রঞ্জন চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী সঞ্চিতা আচার্যি, আসাম মহিলা কংগ্রেস সভানেত্রী তথা বকো সমষ্টির বিধায়িকা নন্দিতা দাস, বিভিন্ন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা, শিলচর জেলা কংগ্রেসের পদাধিকারীরা, জেলা যুব কংগ্রেস তথা বিভিন্ন বিধান সভাভিত্তিক যুব কংগ্রেস কর্মকর্তারা, কংগ্রেসের বিভিন্ন স্তরের পঞ্চায়েতের জন প্রতিনিধি বৃন্দ এনএসইউআইর কর্মকর্তারা, বিভিন্ন সেলের পদাধিকারীরা। মনোনয়ন জমা দেওয়ায় স্বতঃস্ফূর্ততা এবং উচ্ছাস চোখে পড়ার মতো। মনোনয়নপত্র পেশ করে সুস্মিতা সাংবাদিকদের জানালেন জয়ের ব্যাপারে তিনি প্রায় নিশ্চিত।

গেরুয়া বস্ত্র, কপালে তিলক পরে সৎসঙ্গ বিহার, ইসকন এবং শিলচরের বিভিন্ন মন্দিরে মাথা ঠেকিয়ে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী ডঃ রাজদীপ রায় মনোনয়নপত্র পেশ করেন। বিজেপি প্রার্থীর সঙ্গী ছিলেন আসাম বিজেপির প্রভারি মহেন্দ্র সিং, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পীযূষ হাজারিকা, বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্থ প্রমুখ।উন্নয়নই জয় নিশ্চিত করবে বিজেপির, মনোনয়ন পেশ করে বললেন রাজদীপ।

এই দুই মহারথী ছাড়াও আরো দুজন আজ শিলচর কেন্দ্রে মনোনয়নপত্র পেশ করলেন। এরা হচ্ছেন এসইউসিআই প্রার্থী শ্যামদেও কূর্মী এবং একসময়ের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সক্রিয় কর্মী, বর্তমানে খিলঞ্জীয়া মঞ্চের প্রার্থী দিলীপ কুমার রা’।

এদিকে করিমগঞ্জ তফসিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে আজ কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস এবং এ আইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তাদের মনোনয়নপত্র পেশ করেন। কংগ্রেস প্রার্থীর সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমূখ। করিমগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা আগামীকাল তার মনোনয়নপত্র পেশ করবেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,বাবুল সুপ্রিয় মনোনয়ন পত্র পেশে সাথী হতে পারছেন না কৃপা নাথের।

শিলচর কেন্দ্রে এনপিপি প্রার্থী নাজিয়া ইয়াসমিন ও আগামীকাল মনোনয়ন পত্র পেশ করবেন।

Comments are closed.